Bihar Hospitalগণধর্ষণের চেষ্টা চিকিৎসকের, ব্লেড দিয়ে যৌনাঙ্গ কেটে দিলেন নার্স!

0
217

দেশের সময় ওয়েবডেস্কঃ কলকাতা আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে গোটা দেশে তোলপাড় চলছে। সেই আবহে বিহারের এক হাসপাতালে ঘটে গেল আরও এক ভয়ঙ্কর ঘটনা। নার্সকে গণধর্ষণের চেষ্টা হল। যদিও সাহস নিয়ে পাল্টা আক্রমণ করে কোনও রকমে প্রাণে বেঁচেছেন ওই নার্স। অভিযুক্তদেরও গ্রেফতার করেছে পুলিশ। ব্লেড দিয়ে হামলাকারীর যৌনাঙ্গ কেটে দিয়েছেন ওই নার্স!

বিহারের গঙ্গাপুরের আরবিএস হেলথ কেয়ার সেন্টারে এই ঘটনা ঘটেছে। সঙ্গীদের নিয়ে ওই নার্সকে গণধর্ষণের চেষ্টা করেন হাসপাতালেরই এক চিকিৎসক!

তবে অভিযুক্ত চিকিৎসকের যৌনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করে পালিয়ে বাঁচেন নির্যাতিতা। কয়েক ঘণ্টা লুকিয়ে থেকে পুলিশকে ফোন করেন তিনি। পরে পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করে। তাঁরা হলেন, হাসপাতালের অন্যতম প্রশাসক, ডা. সঞ্জয় কুমার এবং তাঁর দুই সঙ্গী সুনীল কুমার গুপ্তা ও অবধেশ কুমার।

ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে, সমস্তিপুর জেলার মুসরিঘরারারি থানা এলাকায়। নার্স পুলিশকে জানিয়েছেন, রাতের ডিউটি শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঠিক সেই সময়ই তাঁর ওপর চড়াও হন তিনজন। তাঁকে ধর্ষণ করার চেষ্টা করা হয়। সেই সময় হাতের কাছে একটি ব্লেড থাকায় তা দিয়েই হামলাকারীদের পাল্টা আক্রমণ করেন তিনি। ঘটনায় চিকিৎসকদের যৌনাঙ্গ কেটে যায়। রক্তারক্তি পরিস্থিতি তৈরি হলে বাকিরা কেউ আর এগোতে সাহস দেখাননি। সুযোগ বুঝে পালিয়ে যান নির্যাতিতা।

নার্স পুলিশকে এও জানিয়েছেন, অভিযুক্তরা প্রত্যেকেই মদ খেয়ে ছিলেন। হাসপাতালের বাইরে বেরিয়ে এসে একটি মাঠের ঝোপে লুকিয়ে থাকেন তিনি। সেখান থেকেই পুলিশকে ফোন করেন। অল্প সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে আগে তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করে এবং পরে হাসপাতাল থেকেই ওই তিনজনকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে পুলিশ মদের বোতল, নার্সের ব্যবহার করা ব্লেড, রক্তমাখা কাপড় ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে।  ধর্ষণের চেষ্টার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনিভাবে মদ খাওয়ার অভিযোগও দায়ের করা হয়েছে। কারণ বিহারে মদ নিষিদ্ধ। 

Previous articleDoctors Protest পদত্যাগ করতেও রাজি আছি, ওরা বিচার চায় না, চেয়ার চায় ,আমি তিলোত্তমার বিচার চাই, বললেন মমতা , মুখ্যমন্ত্রীর মন্তব্যে হতাশা প্রকাশ ডাক্তারদের : দেখুন ভিডিও
Next articleDoctors Protest: মূকাভিনয়ের মাধ্যমে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সামিল শিল্পী সুজিত কুমার দাস : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here