সঙ্গীতা চৌধুরী , কলকাতা : চিত্রশিল্পী মানেই যিনি তুলি ধরেন আঙুল দিয়ে। যার ছোঁয়ায় অনেক বড় বড় শিল্পকর্ম প্রকাশ পায়। কিন্তু হাত বাঁধা অবস্থায় শিল্প সৃষ্টি খুবই বিরল ঘটনা। সম্প্রতি এমনই এক দৃশ্য দেখা গেল কলকাতার আইসিসিআর-এ চারুকলার উদ্যোগে এক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে। শিল্পী রাজাবাবু ফকির মুখ দিয়ে তুলি ধরে ক্যানভাসে এক অসাধারণ চিত্র অঙ্কন করে উপস্থিত সকলকে তাক লাগিয়ে দেন। দেখুন ভিডিও
শিল্পীর কথায়, ‘ঈশ্বরের আশীর্বাদের হাত মাথায় থাকলে যে কোন বাধা টপকে নিজের লক্ষ্যে পৌঁছনো যায়।’ চিত্রশিল্পের প্রথাগত কোন শিক্ষা লাভ নি। তিনি সম্পূর্ণ নিজের ভাবনায় তাঁর শিল্পকর্মের ভান্ডার সমৃদ্ধ করে তুলছেন। আন্তর্জাতিক স্তরেও তাঁর কাজ সমাদর পেয়েছে। শিল্পীর বাড়ি ডায়মন্ড হারবারের মগরা হাটে। সেখানে নিজস্ব অ্যাকাডেমি গড়ে তুলেছেন। একসময় বাংলা ও ইতিহাসের শিক্ষক বইয়ের পাতায় রঙিন ছবি দেখে উৎসাহিত হন চিত্রশিল্পের জগতে আসার। কিন্তু মুখ দিয়ে কেন এই শিল্প সৃষ্টি ?
উত্তরে রাজাবাবু বলেন, ‘ ছোটবেলা থেকেই আমার ছবি আঁকার ঝোঁক ছিল। কিন্তু বাড়িতে বাঁধার সম্মুখীন হতে হয়। একদিন আমাকে হাত- পা বেঁধে দরজা বন্ধ করে দিয়েছিলেন আমার বাবা- মা। তখনই এই ভাবনা মাথায় আসে।’ এই শিল্পকে আরও বহুদূর প্রসারিত করার স্বপ্ন তাঁর চোখে। কলকাতা থেকে সঙ্গীতা চৌধুরী ও অর্পিতা বনিক দেশের সময়