বনগাঁ : আর জি কর হাসপাতালের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে আজও উত্তাল হল গোটা রাজ্য, সঙ্গে দেশের বিভিন্ন অংশ। একইসঙ্গে এদিন বনগাঁ মহকুমার একাধিক জায়গাতেই এই আন্দোলন সংঘটিত হলো।
দেখুন ভিডিও ছবি তুলেছেন সৌরভ কুমার ঘোষ
রবিবার রাত সাড়ে দশটায় নীল দর্পর্ণের সামনে থেকে বিশাল মশাল মিছিল শুরু হয়ে বনগাঁ শহর পরিক্রমা করে মতিগঞ্জ হয়ে ফের নীল দর্পণের সামনে এসে শেষ হয় । এদিন মশাল মিছিল থেকে প্রত্যেকেই দাবি করেন, অবিলম্বে এই নারকীয় হত্যাকান্ডে জড়িতদের কঠোর শাস্তি।এ দিনের মিছিলে তাদের একটাই স্লোগান ছিল , ‘উই ওয়ান্ট জাস্টিস’।