Sports news অশোক আখড়ার আর্ম রেস্টলিং প্রতিযোগিতা

0
165

সঙ্গীতা চৌধুরী, কলকাতা: স্বাস্থ্যই সম্পদ। শরীর ঠিক না থাকলে কিছুই ভালো লাগে না। তাই শরীর ঠিক রাখার জন্য প্রত্যেকেরই  কিছুটা সময় ব্যয় করা প্রয়োজন। কিন্তু আমরা যে সময়ের মধ্যে যাচ্ছি তাতে সবাই খুব ব্যস্ত। বিশেষ করে ছেলেমেয়েরা পড়াশোনার চাপে নাজেহাল। তবু তাদের সময় বার করে একটু শারীরিক কসরত করা দরকার। আমরা অনেকেই হয়তো একটা খেলা কিছুটা মজার ছলেই খেলি। সেটা হলো পাঞ্জা লড়াই। এরজন্য মাঠের কোন প্রয়োজন নেই। একটা টেবিলই যথেষ্ট। তবে আমরা অনেকেই জানিনা এই খেলা সারা বিশ্বের অনেক দেশে বেশ জনপ্রিয়। খেলাটির নাম আর্ম রেস্টলিং। দেশের অন্যান্য রাজ্যে এই খেলা নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতা হলেও বাংলায় তেমন চর্চা হয় না। তবে বেশ কিছুদিন ধরে বলিউড ও টলিউডের অভিনেতা এবং ক্রীড়াবিদ অশোকরাজের সক্রিয়তায় তাঁর সংস্থা অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের উদ্যোগে রাজ্যের নানান প্রান্তে আর্ম রেস্টলিং প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

সম্প্রতি লেকটাউন মুক্তমঞ্চে আয়োজিত হয়েছিল ট্রিপিল এ ক্ল্যাসিক ২০২৪। সকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলে রাত পর্য্যন্ত। ওজন ও বয়স ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে আর্ম রেস্টলিং খেলাটি কে ভাগ করে নেওয়া হয়। সকল প্রতিযোগীদের জন্য ছিল স্মারক। এদিন প্রায় শতাধিক ছেলেমেয়ে এই খেলায় অংশগ্রহণ করে। বডি বিল্ডিং বিভাগে অংশগ্রহণকারীরা ৭ ধরণের দেহ সৌষ্ঠব প্রদর্শন করে। তার মধ্যে উল্লেখযোগ্য মেনস ফিজিক, আর্ম রেস্টলিং, রিভার্স কার্ল, ডিকলাইন বেঞ্চপ্রেস ৫০ কেজি, ৬০কেজি, ৭০কেজি ৮০কেজি এবং ৯০ কেজি ওজনের উপরে। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিমল কুমার চন্দ, শুভ্রা চ্যাটার্জি, রতন সাহা, বৈশাখী সেন, বিনোদ দে, দ্বৈপায়ণ চক্রবর্তী, সোমনাথ চ্যাটার্জি, অমল কাঁরার, মিলন দে, নন্দন দেবনাথ, শ্বেতা তেওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক গোপাল দেবনাথ। এই অনুষ্ঠান মঞ্চেই উপস্থিত সাংবাদিকদের উত্তরীয় এবং স্মারক দিয়ে সন্মান জানান আয়োজক অশোকরাজ। সপ্তর্ষি ঘোষাল, শুভজিৎ সিকদার, সুজয় সরকার, দীপঙ্কর সরদার এবং পার্থিব এর অংশগ্রহণ ছিল নজরকাড়া। এরাই চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস হয়ে পুরস্কৃত হন।

সব বিভাগেই প্রথম থেকে পঞ্চম স্থানাধিকারীদের ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নসদের বিশাল মাপের সুদৃশ্য ট্রফি তুলে দেন বিশিষ্টজন। সমগ্ৰ খেলাটিকে সুচারুভাবে সম্পন্ন করার জন্য যাদের অবদান অনস্বীকার্য তারা হলেন মহেশ্বরী বাড়ুই, আমিশা রাজ, সৌজন্য, আফসর, কিশোর, সুরজ এবং আয়েশা রাজ। এদিন এলাকার বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী মাননীয় শ্রী সুজিত বোস মহাশয়ের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান আয়োজক অশোকরাজ। আর্ম রেস্টলিং প্রতিযোগিতার শেষলগ্নে সঙ্গীত, নৃত্য, যোগব্যায়াম  এবং জিমন্যাস্টিক প্রদর্শন করে ওলিপ্রিয়, সুনন্দিতা, অমররাজ, অভীক মজুমদার, রোহন থাপা এবং বৈভব দে।

Previous articleBSFভারত – বাংলাদেশ সীমান্তের বাসিন্দাদের বার্তা বিএসএফের,সন্দেহজনক কিছু মনে হলেই খবর দিন!
Next articleBuddhadeb Bhattacharyayপ্রাক্তন মুখ্যমন্ত্রী শেষবার বিধানসভায়, শ্রদ্ধা জানালেন শুভেন্দু-অভিষেকরা: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here