দেশের সময় ,ওয়েবডেস্ক: হোটেলে ফেরার রাস্তা খুঁজতে গিয়ে গুগল ম্যাপের সাহায্য নিয়েছিল পাঁচ বন্ধু। আর সেই ম্যাপই হয়ে উঠল দুঃস্বপ্ন। ওড়িশার সপ্তসজ্জা মন্দিরে বেড়াতে গিয়েছিলেন সুজিত্য সাহু, সূর্য প্রকাশ মোহান্তি, সুবান মহাপাত্র, হিমাংশু দাস এবং অরক্ষিতা মহাপাত্র নামে পাঁচ তরুণ তরুণী। মন্দির থেকে বেরিয়ে ফেরার রাস্তা খুঁজতে গিয়ে গুগল ম্যাপের সাহায্য নেন তাঁরা। ম্যাপ ধরে এগোতে এগোতে কিছুক্ষণ পর নিজেদের গভীর জঙ্গলে আবিষ্কার করেন। জানা গিয়েছে, কটকের এক বেসরকারি কলেজের পড়ুয়া ওই পাঁচজন।
বাইকে করে গত রবিবার সপ্তসজ্জা মন্দিরে গিয়েছিলেন তাঁরা। সকাল ১১টা নাগাদ মন্দিরে আসেন তাঁরা। পাহাড়ের ওপর মন্দির এবং তার সঙ্গে রয়েছে মঠ। ফেরার সময় ম্যাপ চালু করে এগোতেই কিছুক্ষণ বাদে তাঁরা গভীর জঙ্গলে হারিয়ে যান।
ঘড়ির কাঁটায় তখন দুপুর ২টো। বিকেল ৫.৩০ নাগাদ তাঁরা এসে পৌঁছন ভূশুনিখোলায়। সাধারণ মানুষের জন্য এই অঞ্চল নিষিদ্ধ। দীর্ঘ প্রচেষ্টায় তাঁরা অবশেষে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। ঢেঙ্কানাল পুলিশ এবং বনদপ্তরের তরফে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়। প্রায় ১১ ঘণ্টার প্রচেষ্টায় ওই পাঁচ পড়ুয়াকে উদ্ধার করা সম্ভব হয়।