রবিবার, ছুটির দিন। অফিস যাওয়ার তাড়া নেই, বাড়ি ফেরারও তাড়া নেই। সে কারণে গেট খোলার সঙ্গে সঙ্গে দুপুর থেকেই সল্টলেকের জমজমাট ছিল ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (Kolkata International Book Fair )প্রাঙ্গণ।
অন্যান্য দিনের মতোই এদিনও সাধারণ মানুষ তো বই কেনার ভিড় জমিয়েছিলেন, পাশপাশি বিভিন্ন স্টল ঘুরে দেখেছেন বিশিষ্টরাও।
১৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে বইমেলা। রবিবার ছিল এবারের বইমেলার শেষ রবিবার (Kolkata)। স্বভাবতই আনন্দের মধ্যেও কোথায়ও একটু বিষাদের ছায়া পুস্তকপ্রেমীদের মধ্যে। শেষ রবিবারে জমজমাট কলকাতা বইমেলা। আট থেকে আশি প্রত্যেকের গন্তব্য সল্টলেক করুনাময়ীর পাশে মেলা প্রাঙ্গন ।
বইয়ের স্টলে দাড়িয়ে কেউ বইপড়ছেন, নামী প্রকাশনা সংস্থার সামনে দাড়িয়ে সেলফি তুললেন। পাশাপাশি খাওয়ার স্টলগুলিতেও উপচে পড়া ভিড় চোখে পড়ল । সব মিলিয়ে দেদার হুল্লোড়, বইকেনা। শুধু কলকাতা বা তার সন্নিহিত জেলাগুলি থেকে মানুষ ভিড় করেছে এমন নয়। উত্তরবঙ্গ, রায়গঞ্জ থেকেও এই বইমেলার টানে ছুটে এসেছেন এমন মানুষেরও দেখা মিললো এদিন । তবে সবার মধ্যেই একটা বিষাদের সুর। আর হাতে গোনা দু’কটা দিন। তারপই শেষ হবে এবারের মতো বইমেলা।
বই মেলার এবারে যেমন ভিড় জমিয়েছেন বইপ্রেমীরা তেমনই ভিড় জমিয়েছেন সখের ফোটোগ্রাফাররাও। চলছে ছবি তোলাও। ভিড় রয়েছে বিদেশি স্টলগুলিতেও। ভিড়ে এবারেও পালটা দিয়েছে লিটিল ম্যাগাজিন। ছোটো-ছোটো প্রকাশক,নতুন বইয়ের গন্ধ, চায়ের ধোঁয়া,ধূ মপায়ীদের মৌতাতে লিটিল ম্যাগও টেক্কা দিচ্ছে। সবমিলিয়ে বইমেলার ধুলো মাঠ, শীতের দুপুরের অলস রোদ মেখে নতুন বইয়ের গন্ধে কলকাতা আন্তর্জাতিক বইমেলা মাতিয়ে রেখেছে পাঠক, লেখক, প্রকাশক সবাইকে।