৭৫তম প্রজাতন্ত্র দিবসে রেড রোডের কুচকাওয়াজেও সম্প্রীতির বার্তা। রাখা হয়েছিল ‘একতাই সম্প্রীতি’র ট্যাবলো।
অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনই কলকাতায় সংহতি যাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেই সম্প্রীতির বার্তা আরও একবার তুলে ধরলেন তিনি। তাতে বড় অক্ষরে লেখা ‘ধর্ম যার যার, উৎসব সবার’।
ট্যাবলোর ছবিতে ছিল দক্ষিণশ্বরের মন্দির, নাখোদা মসজিদ ও গির্জার ছবি। বহু ধর্মের প্রতীক দিয়ে সাজানো হয়েছিল ট্যাবলো। আঁকা ছিল একটি গাছের অবয়ব। যার নিচে লেখা ‘একতা বৃক্ষ’। বিভিন্ন ধর্মের শিশুদের মুখ ট্যাবলোতে ব্যবহার করা হয়েছিল। ট্যাবলোটি করা হয়েছিল পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে।
শুধু সম্প্রীতির ট্যাবলো নয়, ছিল একাধিক সরকারি প্রকল্পের ট্যাবলো। পথশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার-সমস্ত সরকারি প্রকল্পের ট্যাবলো ছিল কুচকাওয়াজে। এবারই প্রথম সরকারি প্রকল্পের উপভোক্তারাও কুচকাওয়াজে হাঁটলেন।
সকাল সাড়ে ১১টা নাগাদ রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। এসেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। তিনিই জাতীয় পতাকা উত্তোলন করেন।