আজ ২৬ জানুয়ারি। প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো এ বছরও সমারোহে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। দিল্লির কর্তব্যপথে হবে প্রজাতন্ত্র দিবসের প্যারেড। জাতীয় পতাকা উত্তোলন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিশেষ প্রাধান্য পাচ্ছে নারীশক্তি। এই প্রথম ১০০ জন মহিলা সঙ্গীত পরিবেশন করবেন। এই প্রথম প্রজাতন্ত্র দিবসে ফ্লাইপাস্টে সামিল হতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান ও সি-২৯৫ ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট। প্রজাতন্ত্র দিবসের যাবতীয় আপডেট দেখুন–
ক্রিকেটের খবর
কর্তব্যপথে এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্য়ানুয়েল ম্যাক্রঁ। তাঁকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#WATCH | PM Modi receives President Droupadi Murmu and French President Emmanuel Macron at Kartavya Path for Republic Day celebrations pic.twitter.com/DnHM29vtPi
— ANI (@ANI) January 26, 2024
অন্যদিকে কলকাতায় রেড রোডে প্যারেড এবং পতাকা উত্তোলন কর্মসূচিতে উপস্থিত রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্যারেডে অংশ নিলেন পরমবীর চক্র ও অশোক চক্রের বিজেতারা
#WATCH | Delhi | The winners of the highest gallantry awards including Param Vir Chakra and Ashok Chakra on the Kartavya Path, as the March Past begins.#RepublicDay2024 pic.twitter.com/qPWrcjae2U
— ANI (@ANI) January 26, 2024
ভিজিটর বুকে স্বাক্ষর প্রধানমন্ত্রীর
ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের ভিজিটর বুকে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তিনি রওনা দিচ্ছেন কর্তব্যপথের দিকে।
বীর জওয়ানদের শ্রদ্ধার্ঘ প্রধানমন্ত্রীর
ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে দেশের বীর শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ জানালেন প্রধানমন্ত্রী মোদী। দুই মিনিট নিরবতা পালন করা হল।
ওয়ার মেমোরিয়ালে পুষ্পাঞ্জলী প্রধানমন্ত্রীর
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে পুষ্পাঞ্জলি দিচ্ছেন প্রধানমন্ত্রী।
#WATCH | PM Narendra Modi arrives at the National War Memorial to pay homage to those who laid down their lives in the service of the nation pic.twitter.com/owpFbuxyvh
— ANI (@ANI) January 26, 2024
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রজাতন্ত্র দিবসে দেশের সকল নাগরিককে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
देश के अपने समस्त परिवारजनों को गणतंत्र दिवस की बहुत-बहुत शुभकामनाएं। जय हिंद!
— Narendra Modi (@narendramodi) January 26, 2024
Best wishes on special occasion of the 75th Republic Day. Jai Hind!
Republic Day Parade: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধান অতিথি হিসেবে থাকছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাকরঁ, থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২৫টি ট্য়াবলো থাকবে প্যারেডে
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবার অংশ নেবে ২৫টি ট্যাবলো। বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে নারীশক্তিকে। চন্দ্রযান-৩ এর ট্যাবলোও থাকবে প্যারেডে।
কর্তব্যপথে প্যারেড
দিল্লির কর্তব্যপথে হতে চলেছে প্রজাতন্ত্র দিবসের প্যারেড। সকাল সাড়ে ৯টায় ইন্ডিয়া গেটে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হবে। সকাল সাড়ে ১০টায় বিজয় চক থেকে প্যারেড শুরু হবে।
নারীশক্তিকে প্রাধান্য
এবার প্রজাতন্ত্র দিবসে বিশেষ প্রাধান্য পাবে নারীশক্তি। অনুষ্ঠানের সূচনা হবে ১০০ জন মহিলার মিলিত অনুষ্ঠানের মাধ্যমে। “বিকশিত ভারত” ও “ভারত-লোকতন্ত্রের মাতৃকা”- এই দুটি থিম রয়েছে এবারের অনুষ্ঠানে।
কড়া নিরাপত্তা দিল্লিতে
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে দিল্লিতে। ১৪ হাজার নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে কর্তব্যপথে।
কর্তব্যপথে ভিড়
প্যারেড শুরু হওয়ার আগেই কর্তব্যপথে ভিড় জমাতে শুরু করেছেন আমন্ত্রিত ও উৎসুক জনগণ। সাধারণ জনগণও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখতে পারেন। এর জন্য টিকিট কাটতে হয়।
আমন্ত্রিত ১৩ হাজার অতিথি
কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে ১৩ হাজার অতিথিকে।
#WATCH | Delhi: People reach Kartavya Path to watch the Republic Day Parade today pic.twitter.com/LaFYNQB69A
— ANI (@ANI) January 26, 2024
প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট ম্যাক্রঁর
প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি তিনি। গতকালই জয়পুরে এসে পৌঁছেছেন ম্যাক্রঁ। এ দিন সকালে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী ও ভারতের সকল নাগরিককে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। এখানে আসতে পেরে অত্যন্ত খুশি ও গর্বিত আমি।
My dear friend @NarendraModi,
— Emmanuel Macron (@EmmanuelMacron) January 26, 2024
Indian people,
My warmest wishes on your Republic Day. Happy and proud to be with you.
Let’s celebrate! pic.twitter.com/e5kg1PEc0p
পতাকা উত্তোলন করলেন জেপি নাড্ডা
বিজেপির সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
#WATCH | BJP National President JP Nadda unfurls the national flag on 75th Republic Day, at party headquarters in Delhi pic.twitter.com/EIENRcw4OH
— ANI (@ANI) January 26, 2024
ভারতকে উন্নততম দেশের গড়ার লক্ষে আমরা তৎপর। BJP হে়কোয়ার্টারে দেশের পতাকা উত্তোলন করে মন্তব্য সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার।
ভারতকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্য অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। নরেন্দ্র মোদীর সঙ্গে তোলা একটি সেলফিও পোস্ট করেছেন তিনি।
নাগপুরে RSS-এর সদর দফতরে পতাকা উত্তোলন করলেন মোহন ভাগবত।
৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেজে উঠেছে দিল্লির রাজপথ থেকে কলকাতার রেড রোড। রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। ইতিমধ্যেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক মহলের মতে, মেরেকেটে আর আড়াই মাস। তারপরেই লোকসভা ভোট। সেদিক থেকে এবারের প্রজাতন্ত্র দিবসের মঞ্চ থেকে মোদী-মমতা কী বার্তা সামনে আনেন সেদিকে নজর রাখছে রাজনৈতিক মহল।
প্যারেড শুরু হওয়ার আগেই দিল্লির কতর্ব্যপথ থেকে বাংলার রেড রোড ভিড় জমতে শুরু করেছে আমন্ত্রিত ও উৎসুক জনগণের। সকাল সাড়ে ৯টায় ইন্ডিয়া গেটে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হবে। সকাল সাড়ে ১০টায় বিজয় চক থেকে প্যারেড শুরু হবে।
অন্যদিকে কলকাতায় রেড রোডে প্যারেড এবং পতাকা উত্তোলন কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
— Mamata Banerjee (@MamataOfficial) January 26, 2024
বুধবার রাজভবনে গিয়ে রাজ্যপালকে রেড রোডের প্যারেডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে আসেন মুখ্যমন্ত্রী। রাজভবনের তরফেও মুখ্যমন্ত্রীকে বিকালে চা-চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে বিকেলে মুখ্যমন্ত্রী নবান্নে যান কি না, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।
এবারের প্রজাতন্ত্র দিবসে দেশের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। ইতিমধ্যে টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাও জানিয়ে লিখেছেন, ‘এখানে আসতে পেরে আমি অত্যন্ত খুশি ও গর্বিত’।
৭৫ তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিশেষ প্রাধান্য পাচ্ছে নারীশক্তি। এবারেই প্রথম ১০০ জন মহিলাসম্মিলীতভাবে সঙ্গীত পরিবেশন করবেন। “বিকশিত ভারত” ও “ভারত-লোকতন্ত্রের মাতৃকা”- এই দুটি থিম রয়েছে এবারের অনুষ্ঠানে। একই সঙ্গে এবারেই প্রথম ফ্লাইপাস্টে সামিল হতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান ও সি-২৯৫ ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট।