Anti Drug Day: বিশ্ব মাদক বিরোধী দিবসে মাদক মুক্ত সুস্থ সমাজ গড়ে তোলার আহ্বান জানালেন বনগাঁর সহপাঠীর সদস্যরা: দেখুন ভিডিও

0
686

রিয়া দাস, বনগাঁ : ড্রাগের নেশা সর্বনাশা।২৬ জুন আজকের দিনেই বিশ্ব মাদক বিরোধী দিবস হিসেবে পালিত হয়। দিনটির মূল লক্ষ্যই হল সমাজের মানুষের মধ্যে সচেতনামূলক প্রচার বেআইনি মাদক বিরোধিতার । বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রাস্তায় এই দিনটির মাধ্যমে বিশেষ প্রচার করছে। ইউনাইটেড নেশনস এর পক্ষ থেকে ৭ ডিসেম্বর ১৯৮৭ সালে ২৬ জুন-কে বেছে নেওয়া হয়েছিল বিশ্ব মাদক বিরোধী দিবস হিসেবে। তারপর থেকেই এই দিনটিতে সারাবিশ্ব তথা দেশজুড়ে চলে প্রচার বেআইনি মাদকের বিরুদ্ধে। মানুষকে সচেতন করতে এগিয়ে আসে বিভিন্ন নেশা মুক্তি কেন্দ্রের সদস্যরা। বনগাঁয় এমনই এক চিত্র ধরা পড়লো আজ।

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের এই বিশেষ দিনে বনগাঁর সহপাঠীর সদস্যরা শহরের পথে পা মেলালেন প্রশাসনের সঙ্গে ৷ শহর পরিক্রমাকরে বিশেষ বার্তা দিলেন সীমান্তের বাসিন্দাদের ৷

ওঁদের কেউ ব্যবসায়ী, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউবা শিক্ষক, কেউ আবার সাংবাদিক ৷ বিভিন্ন পেশার কারণে দম ফেলার ফুরসত নেই ওঁদের। অফিসে কাজের চাপে কেউ নাস্তানাবুদ। কেউ আবার পরিবারের অসুস্থতা নিয়ে হিমশিম। তারই মধ্যে সমাজসেবার প্রয়োজনে ডাক পড়লেই সময় বের করে ওঁরা মিলিত হন৷ ছুটে যান দুঃস্থ মানুষদের সহযোগিতায় জন্য ৷ দেখুন ভিডিও

সহপাঠী বনগাঁ হাইস্কুলের ৯৮ সালের মাধ্যমিকের ব্যাচ। সামাজিক দায়িত্ববোধ থেকে সমস্ত বন্ধুরা একজোট হয়ে ছোট ছোট কাজ করার অঙ্গীকার নিয়েছে। এর আগেও দূর্গাপুজোর তিনদিন বনগাঁ হাসপাতাল ও ভবঘুরে আবাস কেন্দ্রে দুপুরের খাবার বিতরণ করা ছাড়াও প্রতিবন্ধীদের জন্য ট্রাই সাইকেল দিয়ে সহায়তা করেছে।

” নেশা নয়, স্বাস্থ্যই হোক জীবনের নতুন প্রত্যাশা।” মাদকাসক্তি কাটিয়ে সুস্থ হয়ে উঠক যুবক যুবতীরা তারা জীবনের মূল স্রোতে ফেরার শপথ নিক ৷” এদিন বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে মাদক মুক্ত সুস্থ সমাজ গড়ে তোলার আহ্বান জানালেন বনগাঁর সহপাঠী নামে এই সমাজকল্যাণমূলক গ্রুপের সদস্যরা।”

Previous articleBook: উচ্চ শিক্ষার প্রয়োজনে বই দান অভিজ্ঞানমের
Next articleRain Forecast in Bengal: কলকাতায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে!আবার কবে মিলবে রোদের দেখা?বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি সরিয়ে কবে পরিষ্কার হবে আকাশ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here