দেশের সময়: কাল, শনিবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সিদ্দারামাইয়া। ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সহ বিরোধী দলের নেতানেত্রীরা।
ওয়াকিবহাল মহলের বক্তব্য, সিদ্দারামাইয়ার শপথগ্রহণ অনুষ্ঠান থেকেই বিরোধী ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি জোটের বৈঠকের আগে ওই মঞ্চকে মহড়া হিসেবেই দেখতে চাইছে কংগ্রেস। তবে সিদ্দারামাইয়ার শপথগ্রহণ অনুষ্ঠানে শেষপর্যন্ত মমতা যাচ্ছেন কি না, তা এখনও নিশ্চিত নয়। নবান্ন সূত্রে খবর, বাংলায় প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস রয়েছে।
এ ধরনের পরিস্থিতিতে মমতা নিজেকে কন্ট্রোল রুমে থেকে সবটা সামলান। ফলে এমন একটি সময় তিনি আদৌও বেঙ্গালুরুতে যাবেন কি না তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েই গিয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের অবশ্য বক্তব্য, মমতা প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাসকে ঢাল হিসেবে ব্যবহার করে শেষ পর্যন্ত সিদ্দারামাইয়ার শপথ অনুষ্ঠানে নাও যেতে পারেন।
কারণ, তিনি আরও একটু দেখে নিতে চান, জোটের চেহারাটা ঠিক কী হচ্ছে। তা ছাড়া কংগ্রেসকে তিনি যে বার্তা দিয়েছেন, বাংলায় তৃণমূলকে লাগাতার আক্রমণ করা বন্ধ করতে হবে। সেই বার্তার পর কংগ্রেস কী ভূমিকা নিচ্ছে। সবটা দেখেই পা ফেলতে চান তিনি।