দেশেরসময় ওয়েবডেস্কঃ অবশেষে জানা গেল মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ। আগামী 19 মে প্রকাশিত হতে চলেছে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট।
বুধবার টুইট করে মাধ্যমিকের দিনক্ষণ জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। টুইটে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী 19 মে, শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। ওইদিন সকাল 10 টায় ফল প্রকাশ করা হবে। এরপর বেলা 12 থেকে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর এবং জন্মতারিখ দিলেই ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবেন।
19th May, 2023, Friday, 10 AM the Results of Madhyamik Pariksha 2023 shall be declared by WBBSE.
— Bratya Basu (@basu_bratya) May 10, 2023
রাজ্যের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে? বেশ কয়েকদিন ধরেই চলছে এই নিয়ে জল্পনা। অবশেষে আড়াই মাসের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। মে মাসেই মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে বলে আগেই নিশ্চিত করেছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গাপাধ্যায়। প্রাথমিকভাবে যদিও মে মাসের শেষ সপ্তাহে দশম শ্রেণির ফল প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি সেই সময় খানিকটা এগিয়ে আসতে পারে বলে পর্ষদ সূত্রে জানা যায়। এরপর গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও আগামী 10 দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে টুইটে মাধ্যমিকের ফল প্রকাশের চূড়ান্ত দিনক্ষণ জানালেন শিক্ষামন্ত্রী।
এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৪ লক্ষ। গত ৪ মার্চ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা। ইংরেজি পরীক্ষা শুরুর পর প্রশ্নপত্রের ৩টি পাতা বাইরে বেরিয়ে যাওয়ার ঘটনায অন্তর্ঘাতের অভিযোগ তোলেন পর্ষদ সভাপতি। তাঁর আশ্বাস, অঙ্ক পরীক্ষায় গ্রাফ পেপারের অভাবে কোনও পরীক্ষার্থীর রেজাল্ট প্রভাবিত হবে না।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, ইতিমধ্যে মাধ্যমিকের 100 শতাংশ উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হয়ে গিয়েছে। খাতা জমা পড়ার পর পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ট্যাবুলেশনও হয়ে গিয়েছে। এখন চলছে চূড়ান্ত রেজাল্ট তৈরির কাজ। পাশাপাশি যে সকল পরীক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে, তাদের উত্তরপত্র পুনরায় মূল্যায়নের কাজও প্রায় শেষ পর্যায়ে বলেই পর্ষদ সূত্রে খবর।
প্রসঙ্গত, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা হয়েছিল গত 23 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত। উত্তরপত্র মূল্যায়নের কাজে যুক্ত রয়েছেন 1153 জন প্রধান পরীক্ষক এবং প্রায় 41 হাজার পরীক্ষক। এপ্রিল মাসের শেষদিকেই পর্ষদের তরফে জানানো হয়েছিল, মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা পড়ে গিয়েছে পর্ষদে। তাই ফল প্রকাশের আর বিশেষ দেরি নেই। পর্ষদের সেই সম্ভাবনাতেই সিলমোহর দিয়ে অবশেষে মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
গত বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। এ বছর সেই পরীক্ষার্থীর সংখ্যা কমে হয়েছে ৬ লক্ষ ৯৮হাজার ৬২৮ জন। এ বছর মোট ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন। এ বছর মোট ২৮৬৭ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে পরীক্ষার্থীরা বেরিয়ে যেতে পারলেও প্রশ্নপত্র নিয়ে বেরোতে পারবেন না, এই মর্মে পরীক্ষা কেন্দ্রগুলিকে নির্দেশিকা দিয়েছিল পর্ষদ। পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা হলে সেই স্কুলের ছাত্র-ছাত্রীদের রেজাল্ট স্থগিত রাখার কড়া নির্দেশ ছিল পর্ষদের। উপ-নির্বাচনের জন্য ২৭ ফেব্রুয়ারির পরীক্ষা ১ মার্চ নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ।