Weather Update: শীত গায়েব শহরে! জানুন আবহাওয়ার আপডেট

0
395

দেশের সময় ওয়েবডেস্কঃ হালকা শীতের আমেজ নিয়েই আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে শহরবাসীকে। রবিবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সোমবারেও ঊর্ধ্বমুখী পারদ। ভোরে, রাতের দিকে হালকা শীত থাকলেও, দিনভর একেবারেই শীতের আমেজ পাওয়া যাচ্ছে না। চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? 

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গতকালের তুলনায় আজ আরও খানিকটা বেড়েছে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। সকালে আংশিক মেঘলা আকাশ থাকলেও, বেলা বাড়লে তা কেটে যাবে। চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। সরস্বতী পুজোতেও শীতের দেখা মিলবে না। 

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তর পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের উপর। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও সংলগ্ন এলাকায়। এর জেরেই বঙ্গে বাধাপ্রাপ্ত উত্তুরে হাওয়া। ক্রমশ তাই বাড়ছে তাপমাত্রার পারদ। 

Previous articleBongaon News: সহপাঠীর উদ্যেগে নিজের পায়েই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখবে বনগাঁর পিয়া
Next articleSoumen Kar : আদুরে হাতে মাটি নিয়ে খেলা, স্বপ্ন দেখালেন সৌমেন: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here