দেশের সময় ওয়েবডেস্কঃ কালীপুজোর পর থেকেই তাপমাত্রা নিম্নগামী। ভোরের দিকে শীতের আমেজ শহর কলকাতাজুড়ে। মর্নিং ওয়াকের সময় ‘মাঙ্কি টুপি’ পরে দেখা যাচ্ছে অনেককেই। একধাক্কায় নেমেছে তাপমাত্রার পারদ। কিন্তু, এখনই জাঁকিয়ে শীত পড়বে না কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। হাওয়া অফিসের তরফে জানানো হচ্ছে, পশ্চিমের জেলাগুলিতে গত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাপমাত্রার পারদ কমবে অনেকটাই। এদিকে শীত শীত আমেজের মধ্যেও বৃষ্টির ভ্রুকুটি।
আগামী কয়েকদিন এমনই তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহে শেষের দিক থেকে জেলায় শীতের আমেজ বাড়বে।
আগামী ২৪ ঘণ্টায় সিকিম, দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ–পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা আগামী সপ্তাহে। যা শক্তি বাড়িয়ে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করতে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী। কিন্তু, শীত স্থায়ী হবে না। আপাতত জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। তবে তাপমাত্রার বিশেষ কোনও বদলও হবে না।
এরপর নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রায় নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের প্রভাবে রাজ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও পূর্ব মেদিনীপুরে আগামী সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে নিম্নচাপের প্রভাবে।
উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও ক্রমশ নিম্নমুখী। দার্জিলিংয়ের তাপমাত্রাও এক ধাক্কায় কমেছে অনেকটাই। আগামী ৪৮ ঘণ্টা সেখানেও তাপমাত্রার বিশেষ বদলের কোনও সম্ভাবনা নেই।