দেশের সময় ওয়েবডেস্কঃ আগামী শনিবার নবান্নের বৈঠক আপাতত স্থগিত রাখার কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ওইদিন পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে নবান্ন সভাঘরে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের । ওই বৈঠক পরে কবে হবে সে ব্যাপারে শনিবার দুপুর পর্যন্ত কিছু স্পষ্ট করেনি দিল্লি।
৫ নভেম্বর ওই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল পূর্ব ভারতের চার রাজ্যের মুখ্যমন্ত্রীর। তালিকায় বাংলা ছাড়াও এই পরিষদে রয়েছে ওড়িশা, বিহার এবং ঝাড়খণ্ড। একুশের ভোটের পর একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম শাহের সঙ্গে বৈঠক ছিল। তবে আপাতত তা স্থগিত হল।
নবান্নের ওই বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে নানান জল্পনাও তৈরি হয়েছিল। কোনও কোনও সংবাদমাধ্যম এও দাবি করেছিল মমতা-শাহ একান্ত বৈঠকও হতে পারে। রাজ্য বিজেপি শাহের সফরে বেশ কিছু পরিকল্পনাও নিয়েছিল। মুরলীধর সেন লেনের ইচ্ছে ছিল অমিত শাহকে নিয়ে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের অবস্থান মঞ্চে যাওয়ার। কিন্তু আপাতত তা হচ্ছে না।
প্রসঙ্গত, সরকারি কর্মসূচিতে রাজ্যে আসার কথা থাকলেও, অমিত শাহর বঙ্গ সফর ঘিরে জোর চর্চা চলছিল রাজনৈতিক মহলে। বিশেষ করে, বঙ্গ বিজেপির সঙ্গে তাঁর কী কী কর্মসূচি থাকবে, তা নিয়েও জল্পনা চলছিল। এর আগে একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এসে ২০০ পার করার হুঙ্কার দিয়েছিলেন অমিত শাহ। সেই বার্তা বিজেপির নীচুতলার কর্মীদের মনোবলকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এমন পরিস্থিতিতে এবার পঞ্চায়েত ভোটের আগে অমিত শাহ বঙ্গ বিজেপি নেতৃত্বকে কী বার্তা দেন, সেই দিকে নজর ছিল রাজ্য রাজনীতির পর্যবেক্ষকদের। তবে এখনও পর্যন্ত যা খবর, তাতে ৫ নভেম্বর আসছেন না অমিত শাহ।