Festival: ভাইফোঁটাতে বনগাঁয় প্রতিযোগিতা চলছে ট্র্যাডিশনাল বনাম থিম মিষ্টির, পাল্লা দিয়ে লড়ছে গজা ও মিহিদানা

0
738

দেশের সময় ওয়েবডেস্কঃ মিষ্টির দোকানের কাঁচের শোকেসে রাখা মিষ্টি দেখলে চোখ ধাঁধিয়ে যাবে।

চেনাজানা মিষ্টি তো আছেই। তার সঙ্গে এবার যোগ হয়েছে নতুন নতুন থিমের মিষ্টি। ভাইফোঁটা লেখা মিষ্টি তো রয়েছেই। কিন্তু চমক রয়েছে অন্য জায়গায়। এমন কোনো ফ্লেভার বাদ নেই যেটা পাওয়া যাবে না। বাঙালি তো বরাবরই মিষ্টিপ্রিয়। ভাইফোঁটার আগে ভাইদের পছন্দের মিষ্টি কিনতে তাই দোকানে ভিড় জমিয়েছেন দিদি বোনেরা।

শহর বনগাঁর বনেদী মিষ্টির দোকানের কথা মুখে এলেই আগে স্থানীয় মানুষ বলতেন দূর্গামিষ্টান্ন ভান্ডার,ভরত ময়রা, জনতা মিষ্টান্ন ভান্ডারের নাম৷ এখন সে সব অতীত৷ কারণসে সব দোকান বন্ধ হয়ে গেছে ৷ তবে পুরোন ঐতিহ্য আজও ধরে রেখেছে ‘ট’ বাজারের কার্তিক মিষ্টান্ন ভান্ডার৷ সেই সঙ্গে সম্প্রতি বাংলাদেশের যশোর,খুলনা , সাতক্ষীরা নামে নতুন নতুন মিষ্টির দোকান হয়েছে বনগাঁ শহরে৷ বুধবার সকাল থেকেই সেখানে ভিড়।

নতুন স্টক তুলতে না তুলতেই শেষ। এবারের স্পেশালিটি ড্রাই ক্যানবেরি সন্দেশ এবং বাদামি সন্দেশ। পাশাপাশি বনগাঁর বিখ্যাত ট্র্যাডিশনাল সন্দেশ তো রয়েছেই। এক দোকানের ম্যানেজার জানান, “জিনিসপত্রের দাম তো বেড়েছে। কিন্তু ক্রেতাদের পকেটের কথা মাথায় রেখে আমরা মিষ্টির দামটা খুব একটা বাড়াইনি।”

বনগাঁর অন্যতম নামকরা মিষ্টি বিক্রেতা সোমা সুইটস ও মা সারদা ভান্ডার৷ ভাইফোঁটার দিন দোকানে ঢুকে রীতিমত চোখ ধাঁধিয়ে গেল। নতুন নতুন থিমের মিষ্টি তো রয়েছেই তার সঙ্গে যোগ হয়েছে ভাইদের জন্য বিশেষ ভাইফোঁটা থালি। স্বরলিপি, ডাব সন্দেশ, ব্লু-বেরি দই রয়েছে এবারের ভাইফোঁটার স্পেশাল মিষ্টির মেনুতে।

পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে গরম গরম গজা ও মিহিদানা৷ স্পেশাল থালিতে তো গজা রয়েছেই। বিভিন্ন ফ্লেভারেও গজা সাজিয়ে রাখা হয়েছে। ভাইফোঁটার স্পেশাল মিষ্টির দাম ধার্য করা হয়েছে ৫০ থেকে ৮০ টাকার মধ্যে। গত দু বছরের তুলনায় এবারে ভিড়টাও বেশি। লাভের আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা।

Previous articleBangaon: বড় ‘মা’র জন্য মন খারাপ বনগাঁবাসীর দেখুন ভিডিও
Next articleBangladesh Film Festival: ওপার বাংলার‘হাওয়া’ আসছে এপার বাংলায় সঙ্গে চঞ্চল, জয়া, মোশারফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here