দেশের সময়: রাইস মিলে চাল পাওয়ার কথা। কিন্তু সেখান থেকে বের হচ্ছে দামী দামী গাড়ি। দেখলে মনে হচ্ছে যেন, গাড়ির শোরুম। বাংলার মানুষ হিসেবে এসব দেখে লজ্জা হয়। এভাবেই তোপ দাগলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন তিনি বিজেপির বর্ধমান সদর জেলা কার্যালয়ে একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন।
সেখানেই অনুব্রতর রাইস মিলে সিবিআই অভিযান প্রসঙ্গে বলেন, গাড়িগুলোকে রাইস মিলের ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল কেন, নিশ্চিতভাবে ওই গাড়িগুলোকে কাজে লাগিয়ে দুনম্বরী কাজ হত। ফ্ল্যাটে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। রাইস মিলে গাড়ির শোরুম হয়ে যাচ্ছে। এটা কোন রাজ্যে বাস করছি আমরা? এই বাংলার মানুষ হিসেবে লজ্জা হচ্ছে। বিজেপি নেতাদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রশ্নের উত্তরে লকেট বলেন, এটা প্রতিহিংসার রাজনীতি। প্রমাণ করে দেখাক।