Weather Update : বৃষ্টি আসছে আর কয়েক ঘণ্টায়, তবে ভিজবে এই তিন জেলা

0
1016

দেশের সময় ওয়েবডেস্কঃ বর্ষা প্রবেশ করলেও চরম অস্বস্তি থেকে এখনও রেহাই মেলেনি দক্ষিণবঙ্গবাসীর।

চলতি বছরে বর্ষা যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুর্বল থাকবে, তা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। আষাঢ়ে পা রাখলেও মৌসুমী বায়ু সক্রিয় নয়। তবে আশার বাণী শোনাল আবহাওয়া দপ্তর। 

উত্তরবঙ্গের মতো দাপুটে বৃষ্টির ইনিংস না খেললেও, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলছেই ৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আর কয়েক ঘণ্টার মধ্যেই মুষলধারে বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা সহ কয়েকটি জেলায়।

উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বজ্রপাতের সময় লোকজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

গুমোট গরমে কবে স্বস্তির বৃষ্টি নামেবে সেই অপেক্ষাতেই রয়েছে গাঙ্গেয় বঙ্গবাসী। হাল্কা, মাঝারি, বিক্ষিপ্ত বৃষ্টিতে ঠিক মন ভরছে না।বর্ষা চলে এলেও একটানা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে না। তাই ভ্যাপসা গরমও কাটছে না। দিনের বেলায় কটকটে রোদ, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে। আবার বেলার দিকে কখনও আকাশ মেঘলা করে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। ওই পর্যন্তই।

তবে হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা আছে । আজ পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টি হতে পারে। কলকাতা ও সংলগ্ন কয়েকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজ ও আগামীকাল । জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় আগামী ২৪ ঘণ্টায় অতিভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে।

ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পংয়ে। একটানা বৃষ্টিতে ভেসে গেছে শিলিগুড়ি, জলপাইগুড়ি। শহরের বেহাল নিকাশি ব্য়বস্থার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অনেক এলাকায়। করলা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। তিস্তার দোমহনী থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের অসংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কেত জারি করা হয়েছে।

আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কলকাতায়। বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে একাধিক জায়গায়। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা ছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

Previous articleMamata Banerjee: ‘ দেখো, দেখতে একেবারে উত্তম কুমারের মতো’, রাজ্য পুলিশের ডিজিকে দেখে বললেন মুখ্যমন্ত্রী
Next articleCovid Update: ফের বাড়ছে করোনা-আতঙ্ক, দেশে দৈনিক সংক্রমণ ছাড়াল ১৮ হাজারের গণ্ডি, মৃত ৩৯

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here