Tmc :বনগাঁ,গোবরডাঙ্গা ও হাবড়া পৌরসভার পৌরপ্রধানদের সম্বর্ধনা মছলন্দপুরে

0
571

দেশের সময় :শনিবার বিকেলে মছলন্দপুর বয়েজ ক্লাব ময়দানে মছলন্দপুর তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, এস.সি ও এস.টি সেল,আই.এন.টি.টি.ইউ.সি,ও.বি.সি মহিলা তৃণমূল কংগ্রেস ও মাইনোরিটি সেল যৌথভাবে বনগাঁ, গোবরডাঙ্গা ও হাবড়া পৌরসভার নবনির্বাচিত পৌর প্রধানদের উষ্ণ সংবর্ধনা জানালো।

হাবরা পৌরসভার চেয়ারম্যান নারায়ন সাহা, গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শংকর দত্ত ও বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সংবর্ধিত হলেন এদিন । উপস্থিত ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস, হাবরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা, বনগাঁ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ইলা বাগচী,গাইঘাটা বিধানসভার নেতৃত্ব নরোত্তম বিশ্বাস, বনগাঁ জেলা তৃনমূল এস. সি.ও ও.বি.সি সেলের সভাপতি পিনাকি বিশ্বাস ,দক্ষিণ গাইঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও মছলন্দপুর-১ এর প্রধান তাপস ঘোষ, মছলন্দপুর-১ তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবলু চক্রবর্তী প্রমুখ।

Previous articleBSF : ভারতে মৃত ভাইয়ের শেষ দেখা পেলেন বাংলাদেশি বোনেরা বিএসএফের উদ্যোগে
Next articleDesher Samay e Paper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here