Amarnath Yatra: ফের শুরু হচ্ছে অমরনাথ যাত্রা , রইল বিস্তারিত

0
739

দেশের সময় ওয়েবডেস্কঃ ২০১৯ সালে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল অমরনাথ তীর্থযাত্রা।

৩৭০ ধারার অবলুপ্তির জেরে সে সময় দুটো আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় জম্মু এবং কাশ্মীর। তারপর অতিমারির আগমনে দু’ বছর বন্ধ ছিল এই পবিত্র যাত্রা। তীর্থযাত্রীদের জন্য সুখবর, আগামী ৩০ জুন থেকে ফের শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। ৪৩ দিন ধরে চলবে এই তীর্থযাত্রা।

লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সভাপতিত্বে শ্রীঅমরনাথজি শ্রাইন বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই তীর্থযাত্রার জন্য ১১ এপ্রিল থেকে রেজিস্ট্রেশন করা যাবে বলে জানিয়েছেন শ্রী অমরনাথজি মন্দির বোর্ডের সিইও নীতিশ্বর কুমার।

জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, পিএনবি ব্যাঙ্কের ৪৪৬টি শাখায় এবং সারা দেশে এসবিআই ব্যাঙ্কের ১০০টি শাখায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। এছাড়াও রেজিস্ট্রেশন হবে অনলাইনেও। নীতীশ্বর জানালেন, অমরনাথ মন্দির বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করেও অমরনাথ যাত্রায় নাম নথিভুক্ত করাতে পারেন। 

লেফটেন্যান্ট গভর্নরের কার্যালয় থেকে এর আগে টুইট করে বলা হয়েছিল, ‘সমস্ত কোভিড বিধি মেনে ৪৩ দিনের পবিত্র তীর্থযাত্রা শুরু হবে ৩০ জুন। প্রথা মেনে রাখিবন্ধনের দিন শেষ হবে তা। এই যাত্রার সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’

প্রসঙ্গত, ২০০০ সালে গঠিত হয় শ্রীঅমরনাথজি শ্রাইন বোর্ড যার এক্স-অফিসিও চেয়ারম্যানের পদে রাখা হয় জম্মু ও কাশ্মীরের রাজ্যপালকে। দেবাদিদেব মহাদেবের প্রতি শ্রদ্ধায় প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত কষ্টকর এই তীর্থযাত্রায় যান। কোভিডের কারণে টানা দু’বছর বন্ধ ছিল অমরনাথ যাত্রা।  

Previous articleMagrahat Murder: গরু কেনা -বেচা ঝামেলা, থামাতে গেলে মগরাহাটে সিভিক পুলিশ সহ দুজনকে গুলি করে, গলা কেটে খুন
Next articlePriyanka Chopra: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের উদ্বাস্তুদের পাশে থাকুন, আবেদন প্রিয়াঙ্কার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here