দেশের সময় , বনগাঁ: ৩ এপ্রিল রবিবার গোবরডাঙ্গা টাউন হলে বনগাঁ তৃণমূল কংগ্রেসের বৈঠক শেষে দলীয় সভাপতি গোপাল জানিয়েছিলেন, এখন থেকে নিজেদের ছবির সঙ্গে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করতে পারবেন না তৃণমূল নেতারা।
সেই দিনের সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার সকালে বনগাঁ শহরের বিভিন্ন জায়গা থেকে গোপাল বাবু তাঁর নিজের ছবির সঙ্গে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার খুলে ফেললেন৷
এব্যপারে দলীয় সভাপতি গোপাল শেঠ জানান, রাজ্য তৃণমূল কংগ্রেসের আগেই নির্দেশ ছিল সেই মত এদিন পুরসভার বিভিন্ন এলাকায় যেখানে আমার ছবির পোস্টার লাগানো ছিল সেগুলি খুলে ফেলার কাজ শুরু হয়েছে ৷
শুধু নির্বাচনের সময় প্রার্থী পরিচিতির জন্য ছবি ব্যবহার করা যেতে পারে বলেও এদিন আবারও স্পষ্ট করেন তিনি।
একই সঙ্গে যাঁরা তৃণমূল কংগ্রেস করবেন তাঁদের আলাদা করে কার্ড তৈরি করা হবে বলেও তিনি এই দিন জানিয়েছেন । তৃণমূল কংগ্রেসের দলীয় কার্ড তাদের বিভিন্ন সরকারি কাজের ক্ষেত্রে সুবিধা হবে বলেও জানালেন বনগাঁ তৃণমূল জেলা সভাপতি গোপাল শেঠ।
বনগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন জায়গায় বেশকিছু তৃণমূল নেতারা তাঁদের ছবির সঙ্গে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার বানান। সেই পোস্টারের ফলে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। সেই কারণেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে।
তবে বিজেপি নেতা দেবদাস মণ্ডলের বলেন, ‘‘ এটা তৃণমূল দলের ব্যপার ৷ কার ছবি থাকবে না থাকবে৷ তবে বনগাঁ শহরে পোস্টার দুষণ রোধের প্রযোজন আছে৷ রাস্তার পাশের বাড়ি চেনা যায়না পোষ্টারের দাপটে৷ পুরসভা এ ব্যপারে আরও সচেতন হলে সাধারণ মানুষ স্বস্তি ফিরে পাবেন৷