দেশের সময় ওয়েবডেস্কঃ পাখিতে যাতে ফসল নষ্ট না করে তাই খেতে কাকতাড়ুয়া খাড়া করে রাখেন কৃষকরা।
কিন্তু বাঁদরের উৎপাত হলে কাকতাড়ুয়া দিয়ে বাগ মানানো যায় না। সম্প্রতি তেলঙ্গনার এক কৃষক বাঁদরের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। বাঁদরের দল তাঁর খেতের ফসল খেয়ে নষ্ট করছিল। অভিনব উপায় বের করে তাদের শায়েস্তা করলেন তিনি। ভালুক সেজে খেতে দাঁড়িয়ে পড়লেন তিনি। তাতে দিব্যি কাজ দিয়েছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।
তেলঙ্গনার ওই কৃষকের নাম ভাস্কর রেড্ডি। বাঁদরের দলকে তাড়ানোর এই আইডিয়া তাঁর মাথাতেই আসে। তবে ভালুকের পোশাক কিনতে তাঁকে ১০ হাজার টাকা খরচ করতে হয়েছে। প্রথম দিকে তিনি নিজেই ভালুক সেজে পাহারা দিতেন।
এরপর এক ব্যক্তিকে ভাড়া করেছেন তিনি। দৈনিক ৫০০ টাকার বিনিময়ে শস্যখেতে পাহারা দিচ্ছেন তিনি। বলাই বাহুল্য, বাঁদরের দলকে শায়েস্তা করতে গাঁটের কড়ি কম খরচ হচ্ছে না তাঁর।
ফসল পাহারা দিতে নানারকম কৌশল অবলম্বন করেন কৃষকরা। কাকতাড়ুয়া তো আছেই, দড়ির মাথায় ইট বেঁধে বনবন করে ঘোরানো, জাল দিয়ে ঘিরে দেওয়া, এসবও করা হয়। কিন্তু ভালুক সেজে পাহারা দেওয়া সত্যিই অভিনব। আর এই অভিনবত্বের জেরেই ভাইরাল হয়েছেন ভাস্কর রেড্ডি।
Telangana | Bhaskar Reddy, a farmer in Siddipet’s Koheda uses a sloth bear costume to keep monkeys & wild boars away from damaging the crop.
— ANI (@ANI) March 30, 2022
"I've hired a person for Rs 500 a day to wear the costume & walk around the field to keep the animals away," he said (30.03) pic.twitter.com/YVHyP4ZUGh