TMC : গোবরডাঙায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে এলোপাথাড়ি কোপ! অভিযুক্ত ভাইপো পলাতক

0
920

দেশের সময়ওয়েবডেস্কঃ গোবরডাঙার বেড়গুম-২ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি কল্যাণ দত্তের উপর হামলার ঘটনা ঘটল বৃহস্পতিবার সকালে। ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও ঘাড়ে আঘাত করা হয় তাঁকে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

ঘটনার প্রতিবাদে এদিন সকাল আটটা থেকেই হাবড়া-বসিরহাট রোডের প্রতাপনগর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছে গোবরডাঙা থানার পুলিশ। জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম জয়দীপ দত্ত। সে আক্রান্ত অঞ্চল সভাপতি কল্যাণ দত্তর ভাইপো! দীর্ঘদিন ধরেই তাদের পারিবারিক ও জায়গা-জমি সংক্রান্ত বিবাদ চলছিল বলে এলাকাবাসীরা জানিয়েছেন।

বেআইনি ভাবে পুকুর ভরাটের প্রতিবাদ করায় হামলার অভিযোগ। হামলাকারী বিজেপি কর্মী, অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিকের। অভিযুক্ত জয়দীপ দত্ত পলাতক। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

ঘটনাস্থলে গিয়ে হাবরা ১ নম্বর পঞ্চায়েত সভাপতি অজিত সাহা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পুলিশ ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে তারপর অবরোধ ওঠে। গাইঘাটা থানার পুলিশ তদন্ত শুরু করেছে৷

Previous articleMatua Dharma Maha Mela 2022: পুণ্যার্থীদের স্রোতে ভাসল ঠাকুরনগর মতুয়া মহামেলা
Next articleWest Bengal Covid Restrictions :বাংলা থেকে উঠে যাচ্ছে করোনা বিধিনিষেধ, বিজ্ঞপ্তি জারি করে নয়া নির্দেশিকা নবান্নের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here