দেশের সময় ওয়েবডেস্কঃ আদালতের নির্দেশ পেয়েই বগটুই-কাণ্ডে তদন্তে নামল সিবিআই।
ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। গিয়েছেন সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিং। গোটা এলাকার ভিডিওগ্রাফি করা হচ্ছে। সেই ফুটেজস খতিয়ে দেখা হবে। পাশাপাশি বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন সিবিআই আধিকারিকরা। সোনা শেখের দগ্ধ বাড়িতে গিয়ে সদস্যদের সঙ্গে কথা বলেছেন সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিং।
অন্তত ৩০ জন সিবিআই ও সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির আধিকারিকরা গ্রামে উপস্থিত রয়েছেন। তিনটি ভাগে ভাগ হয়ে গোটা গ্রাম ঘুরে দেখছেন তাঁরা।
অগ্নিকাণ্ডের জায়গা-সহ সাঁইথিয়ার গোলাপজল গ্রাম এবং হাসপাতালে গিয়েছে সিবিআইয়ের টিম। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা গ্রামকে। শুক্রবার বগটুইয়ে গিয়েছিল সিবিআইয়ের ফরেনসিক দল।
তাঁরা আজও ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবেন বলে জানা গিয়েছে। সিবিআইয়ের এফআইআরে ২১ জনের নাম রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে তৎপর জেলা পুলিশও। ঘটনাস্থলে ডিজির নেতৃত্বে অস্থায়ী শিবিরও করা হয়েছে।
সূত্রের খবর, রামপুরহাট আদালতে ধৃত ২২ জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানাল সিবিআই।
West Bengal | CBI team led by DIG Akhilesh Singh along with CFSL team reaches Rampurhat village to investigate #Birbhum violence case pic.twitter.com/dYFaN4MZyr
— ANI (@ANI) March 26, 2022
West Bengal, Birbhum violence case | CBI names 21 accused under Section 147, 148, 149 and other Sections in FIR on suspected offence of armed rioting
— ANI (@ANI) March 26, 2022