Photography Mela: মোহরকুঞ্জে ফোটোগ্রাফি চর্চ্চার উদ্যোগে ছবি মেলা

0
985

পিয়ালী মুখার্জী,কলকাতা:  রবীন্দ্র সদন সংলগ্ন মোহরকুঞ্জে  শুরু হয়েছে “ছবি মেলা” নামে  অভিনব ছবির প্রদর্শনী । আয়োজনে ফোটোগ্রাফি চর্চ্চা।

ছবির প্রদর্শনীর সঙ্গে রঙের উৎসবের কথা মাথায় রেখে পালন করা হলো বসন্ত উৎসব। রেনেসাঁ ডান্স একাডেমি, শিবপুর গিতায়ানের পক্ষ  থেকে রঙিন সাজে বসন্তের নৃত্য গীতের মূর্ছনায় আবিরের মাধ্যমে আহ্বান জানানো হয় দোল উৎসব কে।

ফোটোগ্রাফি চর্চ্চার সদস্যদের নানান অভিনব ছবির মাধ্যমে সাজানো হয়েছে সব কটি গ্যলারী। রয়েছে বিভিন্ন স্টল। চিত্রপ্রেমী মানুষের সমাগমে জমজমাট কলকাতার সংস্কৃতির প্রাণকেন্দ্র মোহরকুঞ্জ।

সংস্থার প্রতিষ্ঠাতা অরূপ সাধু জানালেন তাদের এই ছবি মেলা এবার পাঁচ বছরে পড়লো। ২৫০জন সদস্যের প্রায় ৪৫০ টি ছবিতে সেজে উঠেছে এবারের ছবি মেলা। প্রতি বছর তারা চিত্রগ্রাহক ও চিত্রপ্রেমী মানুষদের কথা ভেবে খোলা আকাশের নিচে আয়োজন করে আসছেন এই প্রদর্শনীর। যেখানে সুযোগ থাকছে ছবি কেনারও। ছবি দেখতে এসে কোনো ছবি পছন্দ হলে তা কিনে নিয়ে যাওয়া যাবে এই প্রদর্শনী থেকে।

খোলা আকাশের নিচে এতো বড় ছবির প্রদর্শনী কলকাতায় প্রায় হাতে গোনা বলা যেতে পারে৷। সংস্থার তরফ থেকে এই ছবির মেলা সকলকের জন্য প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছে৷  মেলা চলবে আগামী শনিবার ১৯শে মার্চ পর্যন্ত দুপুর ৩ টে থেকে রাত ৮ টা পর্যন্ত মোহরকুঞ্জ প্রাঙ্গনে।

Previous articleবিরোধী দলনেতার হুমকির জেরে চার বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য সরকার
Next articleHoli 2022: রঙের উৎসবে দেশবাসীকে সৌভ্রাতৃত্বের বার্তা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here