দেশের সময় ওয়েবডেস্কঃ ভয়ঙ্কর ঘটনা বীরভূমের নলহাটিতে। মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে অ্য়াসিড হামলার শিকার হল এক ছাত্রী। তাকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, ওই ছাত্রীর স্বামীই অ্যাসিড ছুড়ে মারে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
মাধ্যমিকের শেষ পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল ওই ছাত্রী। রাস্তায় স্বামীর সঙ্গে তাঁর ঝগড় শুরু হয়। অভিযোগ, সেই সময়েই মেয়েটির দিকে অ্যাসিড ছুড়ে মারে তার স্বামী। ঝলসে যায় মেয়েটির হাত-পা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই।
ওই ছাত্রীর বাড়ি বীরভূমের নলহাটি থানা এলাকায়। বছর দুয়েক আগে একই থানার সরধা গ্রামে রাজেশ শেখের সঙ্গে তার বিয়ে হয়। তাদের তিনমাসের একটি সন্তান রয়েছে। বিয়ের পর মেয়েটি আটগ্রাম হাইস্কুল থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। আজ সকালে গার্লস হাইস্কুলের পাশে সেচ দফতরের অফিসের পিছনে পুকুর পারে ওই ছাত্রী স্বামীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। তখনই স্বামী তার মুখে অ্যাসিড ছুড়ে দেয়। মুখ বেঁচে গেলেও মেয়েটির হাত-পা পুড়ে গেছে বলে জানা গেছে।