বিজেপি প্রার্থীর প্রচার ফ্লেক্সে প্রয়াত সেনাপ্রধান ও প্রাক্তন রাষ্ট্রপতির ছবি ব্যবহারকে কেন্দ্র করে বিতর্ক বাঁধল বনর্গাঁয়

0
571

দেশের সময় : বনগাঁয় পুর ভোট প্রচারের ফ্লেক্সে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম এবং প্রয়াত সেনাপ্রধান বিপিন রাওয়াতের ছবি ব্যবহারকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হল। পুরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকার এক বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এটি নির্বাচন বিধিভঙ্গের সামিল বলে দাবি করেছে তৃণমূল। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বনগাঁ পুরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্বেষা সাহা। তাঁর সমর্থনে প্রচার গাড়ি বের করা হয়েছে ৷ সেই প্রচার গাড়ির ফ্লেক্সে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবির পাশাপাশি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম এবং ভারতের তিন বাহিনীর সেনাপ্রধান প্রয়াত বিপিন রাওয়াতের ছবি ব্যবহার করা হয়েছে।


এব্যাপারে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভানেত্রী আলোরাণী সরকার বলেন, ‘রাজনৈতিক দলের প্রচার ফ্লেক্সে এইভাবে দেশের রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের ছবি ব্যবহার করা যায় না। আমরা খোঁজ নিয়ে দেখছি। এ ব্যাপারে দলের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’ 

একটি রাজনৈতিক দলের প্রার্থীর প্রচারের ফ্লেক্সে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম এবং প্রয়াত সেনাপ্রধান বিপিন রাওয়াত-এর ছবি ব্যবহার করা যায় কিনা, সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপি প্রার্থী অন্বেষা সাহা বলেন, এপিজে আব্দুল কালাম আমাদের দেশের নেতা ছিলেন। সেই কারণেই আমি তার ছবি ব্যবহার করেছি। বিপিন রাওয়াত প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের জন্য কাজ করেছেন। আমি তাঁদেরকে সম্মান করি বলেই ছবি ব্যবহার করেছি।’

Previous articleসপ্তাহান্তে ভিজবে একাধিক জেলা! তার পরেই কি শীতের বিদায়, কী বলছে হাওয়া অফিস
Next articleBiswajit Das: ‘আজব’ দাবি বাগদার বিধায়ক বিশ্বজিৎ-এর, মুকুলের সুরেই বললেন, ‘আমি বিজেপিতেই আছি !’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here