Weather Forecast : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির পূর্বাভাস, শীত বিদায়ে তৈরি হচ্ছে বঙ্গবাসী

0
513

দেশেরসময় ওয়েবডেস্কঃ আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল সরস্বতী পুজোর পর কিছুদিন শীত থাকবে বঙ্গে। সেই পূর্বাভাস মিলিয়ে এখনও ঠান্ডা আছে। তবে শীত যে বিদায়ের পথে তা স্পষ্ট। এখন দেখার, আরও কত দিন শীতের কামড় উপভোগ করতে পারে শহরবাসী।

আজ রাজ্যে ফের প্রবেশ করতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে আবারও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর । 
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ ৩-৪ দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের ওপর দিকের জেলাগুলিতেও। তবে মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামিকাল পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও ১০ তারিখ থেকে ফের বর্ষণ শুরু হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

এদিকে এই পরিস্থিতিতে দুই বঙ্গেই রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার শহর কলকাতা ও সংলগ্ন এলাকায়
তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।

পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। 

Previous articleMunicipal Elections 2022 : মতুয়া বিদ্রোহ থামাতে কৌশল বিজেপির! বনগাঁ পুরভোটে টিকিট পেলেন শান্তনু ঘনিষ্ঠ দেবদাস মন্ডল, জেলা থেকেই প্রার্থী তালিকা প্ৰকাশ
Next articleUP Elections 2022: ‘বিজেপি-র সঙ্গে খেলা হবে,বাংলা পাড়লে, উত্তরপ্রদেশও পাড়বে , লখনউয়ে অখিলেশের সভায় বিজেপি-কে নিশানা মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here