দেশের সময় ওয়েবডেস্কঃ খোদ রাজধানী দিল্লির (Delhi) বুকে প্রকাশ্যে ধর্ষিতাকে (Rape Victim) হেনস্থা করল জনতা।
এক গণধর্ষিতাকে অপহরণ করে, তাঁর চুল কেটে, মুখে কালি মাখিয়ে প্রকাশ্য রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠল এক দল মহিলার বিরুদ্ধে। শুধু হাঁটানোই নয়, এই ঘটনায় উল্লাস প্রকাশ করতেও দেখা গিয়েছে তাঁদের! খোদ রাজধানী দিল্লির বুকে এমন ঘটনায় শিউরে উঠছেন অনেকেই।
ঘটনাটি দিল্লির কস্তুরবা নগরের। অভিযোগ, বছর কুড়ির তরুণী গণধর্ষণিতা হন বেআইনি মদের কয়েক জন কারবারির কাছে। সেই তরুণীকেই এ বার এক তরুণের মৃত্যুর জন্য দায়ী করে তাঁর উপর হামলা চালালেন মহিলারা। তাঁর মাথা মুড়িয়ে, গলায় জুতোর পরিয়ে, মুখে কালি লেপে রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠল ওই মহিলাদের বিরুদ্ধে।পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে।
ওই মহিলার মাথার চুল কেটে দেয় দুষ্কৃতীরা। তাঁর মুখে মাখিয়ে দেওয়া হয় কালি। তারপরে দিল্লির শাহদারা (Shahdara) অঞ্চলে তাঁকে প্রকাশ্যে হাঁটানো হয়। ধর্ষিতার হেনস্থা দেখে উল্লাস প্রকাশ করে একদল লোক।
পুলিশের এক উচ্চপদস্থ কর্তা বলেন, “ঘটনাটি দুঃখজনক। ব্যক্তিগত শত্রুতার জেরে শাহদারা জেলায় এক মহিলাকে যৌন হেনস্থা করা হয়। পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তদন্ত চলছে। ধর্ষিতাকে কাউন্সেলিং করানো হচ্ছে।” দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল ধর্ষিতার সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, “বেআইনি মদের কারবারিরা ২০ বছরের এক তরুণীকে ধর্ষণ করেছে। তাঁর বাড়ি কস্তুরবা নগরে।
कस्तूरबा नगर में 20 साल की लड़की का अवैध शराब बेचने वालों द्वारा गैंगरेप किया गया, उसे गंजा कर, चप्पल की माला पहना पूरे इलाक़े में मुँह काला करके घुमाया। मैं दिल्ली पुलिस को नोटिस जारी कर रही हूँ। सब अपराधी आदमी औरतों को अरेस्ट किया जाए और लड़की और उसके परिवार को सुरक्षा दी जाए। pic.twitter.com/4ExXufDaO3
— Swati Maliwal (@SwatiJaiHind) January 27, 2022
ধর্ষকরা তাঁর মাথার চুল কেটে দেয়। তাঁকে জুতোর মালা পরায়। তাঁর মুখে কালি মাখিয়ে পুরো এলাকায় ঘোরায়।”
স্বাতী মালিওয়াল জানান, তিনি দিল্লি পুলিশকে নোটিশ দিয়েছেন। প্রত্যেক অপরাধীকে গ্রেফতার করা হবে। ধর্ষিতার পরিবারের নিরাপত্তারও ব্যবস্থা করা হবে।
একটি সূত্রে জানা যায়, স্থানীয় এক যুবক ওই তরুণীকে প্রেম নিবেদন করেছিল। তরুণী তাতে সাড়া দেননি। পরে ছেলেটি আত্মহত্যা করে। অভিযোগ, ছেলেটির পরিবারের লোকজনই তরুণীর হেনস্থার জন্য দায়ী।