দেশের সময় ওয়েবডেস্কঃ লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ।চিন্তা বাড়িয়ে চলেছে কোভিড-১৯৷
তবে বৃহস্পতিবার একধাক্কায় একটু বেশিই উঠে গেল সংক্রমণের গ্রাফ। গত এক দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। গতকালের থেকে ৫৬.৫ শতাংশ বেশি। বুধবার দেশে দৈনিক সংক্রমণ ছিল ৫৮ হাজার ৯৭।
একই সঙ্গে ওমিক্রনের সংক্রমণও বাড়ছে। এখন দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২,৬৩০। শুধু মহারাষ্ট্রেই ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৭৯৭। দিল্লিতে ওমিক্রন সংখ্যাটা ৪৬৫। দেশে এখন ২৬টি রাজ্যে ছড়িয়ে পড়েছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দারুণ ছোঁয়াচে এই প্রজাতি, তবে অতটা মারাত্মক নয়। এর জেরে দেশে প্রথম মৃত্যুটি ঘটেছে রাজস্থানে। ৭৩ বছরের এক বৃদ্ধ মারা গিয়েছেন। টিকার দু’টি ডোজই নিয়েছেন। সম্প্রতি বিদেশে যাননি তিনি। তার পরেও আক্রান্ত হন।
India reports 90,928 fresh COVID cases, 19,206 recoveries, and 325 deaths in the last 24 hours
— ANI (@ANI) January 6, 2022
Daily positivity rate: 6.43%
Active cases: 2,85,401
Total recoveries: 3,43,41,009
Death toll: 4,82,876
Total vaccination: 148.67 crore doses pic.twitter.com/DGPBwfzQcG
দেশে সংক্রমণের বাড়বাড়ন্ত যে ওমিক্রনের জেরে, সেই নিয়ে প্রায় একমত বিশেষজ্ঞরা। বেশিরভাগ আক্রান্তেরই উপসর্গ সামান্য। তবে উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণের হার। এই সপ্তাহে দেশে সংক্রমণের হার ৩.৪৭ শতাংশ। দৈনিক সংক্রমণের হার ৬.৪৭ শতাংশ। দিল্লিতে এই সংক্রমণের হার ১০ শতাংশের বেশি।
বাংলায় ২০ শতাংশের আশপাশে। কোভিড পরীক্ষা কম হলে বা দেশে কোভিড সংক্রমণ খুব বেড়ে গেলেই এই হার এত বেশি হয়।
দেশে এখন সুস্থতার হার ৯৭.৮১ শতাংশ। গত এক দিনে দেশে কোভিড থেকে সুস্থ হয়েছেন ১৯ হাজার ২০৬ জন। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ৮৫ হাজার ৪০১। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত এক দিনে দেশে কোভিডে মারা গিয়েছেন ৩২৫ জন। তার মধ্যে কেরলে মারা গিয়েছেন ২৫৮ জন। এক দিনে নয়। গত এক মাসে সে রাজ্যে মৃত্যুর পরিসংখ্যান যোগ করা হয়েছে এদিন। সংক্রমণের নিরিখে দেশে প্রথম মহারাষ্ট্র। দৈনিক আক্রান্ত ২৬ হাজার ৫৩৮। তার পরেই পশ্চিমবঙ্গ। দৈনিক আক্রান্ত ১৪ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৪৮ কোটি ৬৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১৪ লক্ষের ১৩ হাজার ৩০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরইমধ্যে সিঁদুরে মেঘ দেখছেন সাধারণ মানুষ। দেশের মানুষের মনে একটাই প্রশ্ন, এবার কি ফের লকডাউনের পথে দেশ? আর সেই আতঙ্ক বাড়াচ্ছে উত্তরোত্তর বাড়তে থাকা দৈনিক সংক্রমণ।