দেশের সময় : উত্তর ২৪ ২৪পরগনার বনগাঁ হাইস্কুল প্রাঙ্গণে ২২ তম বনগাঁ চারুকলা মেলা চলছেছে । বনগাঁ চারুকলা পর্ষদ আয়োজিত এই মেলা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ।
বনগাঁ চারুকলা পর্ষদের সম্পাদক শঙ্কর মন্ডল মেলা প্রসঙ্গে বলেন, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, সমস্ত বিধি মেনে এবছরের মেলা আয়োজন করা হয়েছে। অন্যান্যবার যেখানে প্রায় ৮০০ থেকে ৯০০ শিল্পীর শিল্পকর্ম এই মেলায় স্থান পায়, সেখানে এবছর ২ দিনের এই মেলায় মাত্র ১৪০ জন শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে। করোনার কারণে এবার বাইরে থেকে শিল্পীরা আসতে পারেন নি বলে জানিয়েছেন তিনি৷
প্রসঙ্গত উল্লেখ্য, এই মেলার প্রতিষ্ঠাতা, শিল্পী মাধব নাথ সম্প্রতি অসুস্থতার কারণে প্রয়াত হয়েছেন। তাঁর স্মৃতিকে সম্মান জানিয়ে এবছরের মেলার সূচনা হয়। ৩০ বছর আগে শুধুমাত্র চারুশিল্পীদের নিয়ে বনগাঁয় গঠিত হয় বনগাঁ চারুকলা পর্ষদ। ছবি আঁকা সহ চারুশিল্পীদের প্রতিভার বিকাশ, প্রসার ঘটানোর উদ্দেশ্যেই তাঁরা সংগঠিত হয়ে এই মেলার আয়োজন করছেন। মেলায় চিত্র, ভাষ্কর্য এবং হস্তশিল্প স্থান পেয়েছে। মেলা দেখতে ভিড় জমাচ্ছেন ছবি প্রেমীরা৷ অভিভাবকদের হাত ধরে মেলা ঘুরে ছবির মজা নিচ্ছেন কচিকাচার দল৷