দেশের সময় ওয়েবডেস্কঃ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা বীণাপাণি দেবী (বড়মা)। বৃহস্পতিবার সন্ধের পর তাঁকে কল্যাণীর জে এন এম হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে খবর, বড়মা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর চিকিৎসা শুরু হয়ে গেছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। আগামিকাল সকালে মেডিক্যাল বুলেটিন বসানো হবে।
বড়মার শরীর ভাল নয়, কয়েক দিন ধরেই জানিয়ে আসছিলেন তৃণমূল নেতানেত্রীরা। বিএমওএইচের নেতৃত্বে চিকিৎসকেরা দেখে গিয়েছেন তাঁকে। বড়মার বড় বৌমা, তথা বনগাঁর তৃণমূল সাংসদ মমতা ঠাকুর দু’দিন আগেই জানিয়েছিলেন, মায়ের ঠান্ডা লেগে বুকে কফ বসেছে। জ্বর জ্বর ভাব।
দিনকয়েক আগে ঠাকুরনগরের মতুয়া মহাসঙ্ঘের আমন্ত্রণেই এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পায়ের কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে বড়মার আশীর্বাদ নিয়েছিলেন মোদী। রাজনৈতিক উদ্দেশ্যে মতুয়াদের সমর্থন পেতে অতীতে চেষ্টার কোনও ত্রুটি রাখেনি তৃণমূল। কিছু দিন আগে বড়মা-র শতবর্ষের জন্মদিন উদ্যাপনেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।