West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঠান্ডার দাপট,আবহাওয়ার পূর্বাভাস জানুন

0
361

দেশের সময় ওয়েবডেস্কঃ ঠান্ডাও ক্রমশ বাড়ছে রাজ্যজুড়ে। ভোরের দিকে কুয়াশার চাদরে ঢাকা। কুয়াশা কাটিয়ে হালকা মেঘ, রোদ্দুরের খেলা। উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন। আজ কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রির নিচে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি নিচে।

রবিবার থেকে মঙ্গলবার জাঁকিয়ে শীতের স্পেল হতে পারে বাংলায় ৷  দুই বঙ্গে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। আগামী ৪৮ ঘণ্টা পর আরও পারদ পতন হবে।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তাপমাত্রার খুব একটা বড় পার্থক্য নেই বললেই চলে।

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশেই থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। মেঘ কাটলেই তারপর ২-৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।
 

উত্তর ভারতের বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।উত্তর-পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে। পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং সৌরাষ্ট্রে শৈত্যপ্রবাহ পরিস্থিতি রয়েছে। ঘন কুয়াশার সর্তকতা রাজধানী দিল্লি-সহ, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এবং পূর্ব ভারতের অসম, মেঘালয়, মনিপুর এবং মিজোরামে ৷

Previous article‘ধর্ষণ থামানো না গেলে শুয়ে পড়ে উপভোগ করাই ভালো’, কংগ্রেস বিধায়কের মন্তব্যে বিতর্ক
Next articlePegasus Row: মমতার পেগাসাস কমিশনে স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here