দেশের সময় ওয়েবডেস্ক : মধ্যযুগীয় বর্বরতা বললেও কম বলা হবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে ভয়ঙ্কর ঘটনা ঘটল শুক্রবার। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে একটি কারখানার ম্যানেজারকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে স্থানীয় কিছু যুবক। তিনি শ্রীলঙ্কার নাগরিক । তাঁর নাম প্রিয়ন্ত কুমারা। তিনি যে কারখানায় ম্যানেজারের কাজ করতেন, সেখানে তৈরি হয় পাকিস্তান টি-টোয়েন্টি দলের সরঞ্জাম ৷
তাঁকে পিটিয়ে মারার পর জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে উন্মত্ত জনতা। যা নিয়ে তোলপাড় পাকিস্তান।ইসলাম অবমাননার জিগির তুলে শুধু বছর ৪০-এর প্রিয়ন্তকে পিটিয়ে মারার পর জ্যান্ত জ্বালিয়ে দেওয়াই হয়নি, ওই কারখানায় কার্যত তাণ্ডব চালিয়েছে স্থানীয় যুবকরা । কারখানার অফিসে ঢুকে ভাঙচুর করা হয়েছে একাধিক কম্পিউটার। অগ্নিসংযোগের চেষ্টা হয়েছিল ওই ক্রিকেট সরঞ্জাম তৈরির কারখানার স্টোর রুমেও।
গোটা ঘটনা নিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করে বলেছেন, আজ পাকিস্তানের জন্য লজ্জার দিন। তিনি আশ্বাস দিয়েছেন, যে নৃশংস ঘটনা ঘটেছে তার তদন্ত তিনি তদারকি করবেন। দ্রুততার সঙ্গে দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি।
The horrific vigilante attack on factory in Sialkot & the burning alive of Sri Lankan manager is a day of shame for Pakistan. I am overseeing the investigations & let there be no mistake all those responsible will be punished with full severity of the law. Arrests are in progress
— Imran Khan (@ImranKhanPTI) December 3, 2021
মাঝবয়সী এই শ্রীলঙ্কার নাগরিক কর্মসূত্রে পাকিস্তানে থাকতেন। তিনি পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটের ওয়াজিয়াবাদের একটি কারখানায় কর্মরত ছিলেন। এদিন সকালে সেই কারখানার সামনেই ভিড় জমায় কয়েকশ যুবক। অভিযোগ, শ্রীলঙ্কার ওই ব্যক্তি ইসলামের অবমাননা করেছেন।
I am extremely shocked at the horrific Sialkot incident. I have instructed IG Police to thoroughly investigate it. No one is allowed to take law in their hands. Rest assured, individuals involved in this inhumane act will not be spared!!
— Usman Buzdar (@UsmanAKBuzdar) December 3, 2021
এরপরেই কারখানার ভিতরে ঢুকে কয়েকশ যুবক মিলে একজনে ফেলে পেটাতে থাকে। এখানেই শেষ নয়। তারপর গায়ে জ্বালানি তেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছটফট করতে করতে সেখানেই মারা যান ওই ব্যক্তি।
I am extremely shocked at the horrific Sialkot incident. I have instructed IG Police to thoroughly investigate it. No one is allowed to take law in their hands. Rest assured, individuals involved in this inhumane act will not be spared!!
— Usman Buzdar (@UsmanAKBuzdar) December 3, 2021
একাধিক ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, শ্রীলঙ্কার নাগরিক যখন আগুনে জ্বলতে জ্বলতে ছটফট করছেন তখন গলায় স্লোগান তুলে হাততালি দিচ্ছে যুবকের দল।পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হাসান খাওয়ার বলেছেন, “যারা এই নৃশংসতা ঘটিয়েছে তারা ইসলামের লজ্জা।” ইতিমধ্যেই ৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাক পাঞ্জাবের আইজি সর্দার আলি খান বলেছেন, বাকিদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। যে ঘটনা ঘটেছে তার কোনও ক্ষমা নেই। প্রশাসন যা করার তাই করবে।
Where are we heading? This is what happens when you let lose the radical mobs who have nothing to do with logic or rationality. The #Sialkot incident is absolutely horrific. This is a no country to live in.
— Mahnoor Sheikh (@mahnoorrsheikh) December 3, 2021
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হাসান খাওয়ার বলেছেন, “যারা এই নৃশংসতা ঘটিয়েছে তারা ইসলামের লজ্জা।” ইতিমধ্যেই ৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাক পাঞ্জাবের আইজি সর্দার আলি খান বলেছেন, বাকিদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। যে ঘটনা ঘটেছে তার কোনও ক্ষমা নেই। প্রশাসন যা করার তাই করবে।
কড়া প্রতিক্রিয়া দিয়েছে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রকও। মন্ত্রকের মুখপাত্র সুগীশ্বরা গুরুরত্ন বলেছেন, ইসলামাবাদের শ্রীলঙ্কার দূতাবাসকে বলা হয়েছে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করতে। বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, পাকিস্তান সরকার ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করুক। এই ঘটনা নিয়ে পাকিস্তানের মানবাধিকারকর্মী, রাজনীতিবিদ—সকলেই নিন্দা জানিয়েছেন। কেউ কেউ উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, আরও কত বর্বরতা আমাদের দেখতে হবে! অনেকের মতে, এই হামলা, খুনের মধ্যে দিয়ে শিয়ালকোটের ওই উন্মত্ত জনতা পাকিস্তান ক্রিকেটকেও কলঙ্কিত করেছে।
پاکستان میں انتہا پسندی روکنے کا واحد طریقہ
— 🇮🇩 SAJID HUSSAIN🇵🇰 (@nsindo07) December 3, 2021
جن پاگلوں کے جتھے نے آج سری لنکا کے مینیجر کو جلایا ہے سب سے پہلے عدالت کاروائی کر کےانکو 48 گھنٹوں میں سزائے موت سنائے اور اسی وقت سزا پر عمل ہو انکو اپیل کا کوئی حق نہ ہو نہ انکا کوئی نماز جنازہ پڑھائے
ورنہ ہر گلی محلے میں یہ ہوگا pic.twitter.com/pgt0DwA1AC