দেশের সময.ওয়েবডেস্কঃ: মাত্র সাত বছর বয়স। এই বয়সে নানা চরিত্রে অবলীলায় অভিনয় করতে পারে সে। গড়গড়িয়ে বলে যায় সংলাপ। রীতিমতো ভাব ফুটিয়ে তুলে। ছোট্ট সেই রিথুই এখন নেটমাধ্যমে ভাইরাল। সৌজন্যে আট মিনিটের একটি ভিডিও। সেখানে গুরুত্বপূর্ণ খবর তুলে ধরেছে সে। কখনও এক পেশাদার সাংবাদিক হিসেবে। কখনও সে অ্যাঙ্কর।
আবার নিজেই হয়েছে পথচলতি সাধারণ মানুষ, যাঁরা সাংবাদিকের কাছে সমস্যা তুলে ধরছেন। কোয়েম্বাত্তুরের ছোট্ট ছেলে এখন নেটিজেনদের হার্ট থ্রব। দেখুন ভিডিও:
লকডাউনের সময় থেকেই মোবাইলে খালি খবর দেখত সে। লক্ষ্য করেছিলেন তার বাবা। এমনিতে ছোট থেকেই বকবক করে। তাই ছেলের দুষ্টুমি তুলে ধরতে একটা ইউটিউব চ্যানেলও খুলেছিলেন। সেই চ্যানেলেই পোস্ট করেন ভিডিওটি। ছেলের সঙ্গে মিলে তিনিই তৈরি করেছিলেন। ভিডিও পোস্টের চার দিনের মাথায় ৩ লাখ ভিউ হয়েছে। অনেকেই আবার বলেছেন, এটুকু বয়সে রিথু যেভাবে স্পষ্ট উচ্চারণে তামিল বলেছে, তা অনেক বড় সাংবাদিকের কথা মনে করায়।
রিথুর চ্যানেলে এখন ৮১ হাজার সাবস্ক্রাইবার। এই জনপ্রিয়তা নিয়ে কী ভাবছে খুদে? সে অবশ্য বোঝেই না জনপ্রিয়তা কী জিনিস। শুধু বলল, বিজ্ঞান ভালোবাসে। বড় হয়ে মহাকাশচারী হতে চায়। রিথুর মা আশা জানালেন, এত কম সময়ে ছেলে এত জনপ্রিয় হবেন, ভাবেননি। তাই কীভাবে জনপ্রিয়তার মুখোমুখি হবেন, বুঝতেই পারছেন না।