কাশ্মীরে জঙ্গি হানায় মৃত্যু পুলিশ আধিকারিক ও তাঁর স্ত্রীয়ের

0
417

দেশের সময় ওয়েবডেস্কঃ বায়ুসেনা সেন্টারে ড্রোন হামলার পর চব্বিশ ঘণ্টাও কাটল না জম্মু কাশ্মীরে ফের জঙ্গি হামলা। গতকালই বায়ুসেনার বিমানঘাঁটি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তার রেশ ধরেই ফের কাশ্মীরের পুলওয়ামা জেলায় এক স্পেশাল পুলিশ আধিকারিকের বাড়িতে ঢুকে তাঁকে এবং তাঁর স্ত্রীকে গুলি করে মারল আতঙ্কবাদীরা। গুলিতে জখম তাঁদের মেয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিত্‍সাধীন।

পুলিশের তরফে জানানো হয়, স্পেশাল অফিসারের বাড়িতে হামলা চালায় জঙ্গিরা। আর এই হামলার কবলে পড়ে মারা যান ফৈয়জ আহমেদ।

তিনি পুলওয়ামা জেলায় স্পেশাল পুলিশ অফিসার হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। জঙ্গিদের হামলায় তাঁর স্ত্রীও মারা যান। মেয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সেপ্লাশ পুলিশ অফিসার ফৈয়জ আহমেদের অবন্তিপোড়ায় বাড়িতে প্রবেশ করে জঙ্গিরা এলোপাথারি গুলি চালাতে শুরু করে। জঙ্গিদের ছোড়া গুলিতে বাড়িতেই প্রাণ হারান ফৈয়জ আহমেদ। গুলিবিদ্ধ স্ত্রী ও মেয়েকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর স্ত্রীকেও মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। গোটা ঘটনায় পুলওয়ামা জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রসঙ্গত, গতকালই জম্মুতে বিমানবন্দরের পাশে বায়ুসেনার স্টেশনে হামলা চালায় জঙ্গিরা। ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় ২ বায়ুসেনা অফিসার জখম হন। একটি বাড়ির ছাদও উড়ে যায়। এই ঘটনার পর থেকেই গোটা ঘটনার তদন্ত করছে এনআইএ। 

Previous articleWeather Update :বজ্র-বিদ্যুত্‍ সহ বৃষ্টির সম্ভাবনা, জানুন আবহাওয়ার পূর্বাভাস
Next articleবিধিনিষেধের মেয়াদ বাড়ল ১৫ জুলাই পর্যন্ত , বন্ধই থাকবে লোকাল, মেট্রো,চলবে বাস অটো টোটো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here