তাঁদের পায়ে ঠেকাই মাথা
অরূপ মিত্র।
বিশ্ব-কবির প্রাণের ভাষা,
জীবনানন্দের মনের ভাষা,
মধু-কবির মধুর ভাষা,
ঈশ্বরচন্দ্রের বাংলা ভাষা,
মাঠের ভাষা, ঘাটের ভাষা,
সেই’তো আমার ভালোবাসা,
আমার গর্ব, আমার আশা।
সেই ভাষাতেই গল্প লিখি
সেই ভাষাতেই স্বপ্ন দেখি
সেই ভাষা মোর মায়ের ভাষা
সেই ভাষা মোর ভাইয়ের ভাষা
আমার চোখের জলের ভাষা
আমার প্রতিবাদের ভাষা।
সেই ভাষার জন্য মরল যাঁরা
জীবনকে পণ করল যাঁরা
জব্বার-রফিক-বরকত-সালাম
জানাই তাঁদের হাজার সেলাম
তাঁদের পায়ে ঠেকাই মাথা।
সবটুকু হত যদি
মালা ঘোষ মিত্র
দিঘির জলে অনেকক্ষণ পর
একটা পাতা খসে পড়ল।
ঢেউবিলাসী জল যেন বহে যায়
অনেকদিন সময় লাগে।
কেউ যদি ভালোবাসে তাকে
দাও চলে যেতে?
বেখাপ্পা বর্ষার পরে
আলোর অক্ষর দিয়ে
রংধনু সাজিয়ে রাখি।
অন্তর বন্দরে পৌঁছতে
জাহাজের প্রয়োজন কী?
মেঘ আকাশে ক-ফোঁটা
জমে থাকে জল।
শব্দের মতন অনুভবের শুধুই_
ভালোবাসার চিহ্ন রাখি শব্দের
মতন।
সবটুকু আমাদের হতে পারত!
কাঁটাতারের দূরত্বে সাবধানে থাকি।