দেশের সময় ওয়েবডেস্কঃ ওপার বাংলায় ভিটে মাটি ছেড়ে আসা মানুষের যশ্বোরেশ্বরী কালী মন্দির নিয়ে স্মৃতি ও আবেগ আজও অটুট। বাংলাদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে যশোরের সেই কালী মন্দিরে গিয়ে পুজো দিলেন তিনি।
At the Jeshoreshwari Kali Temple. pic.twitter.com/XsXgBukg9m
— Narendra Modi (@narendramodi) March 27, 2021
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত বলে বরাবর অভিযোগ বিজেপি ও সঙ্ঘ পরিবারের। হিন্দু মন্দিরগুলির সংস্কারের অভাব, সংখ্যালঘুদের উপর একশ্রেণির অত্যাচার দৈনন্দিন ব্যবস্থায় পরিণত হয়েছে বলে অভিযোগ করতেন তাঁরা।
কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার গঠন হওয়ার পর এই বিষয়টি দ্বিপাক্ষিক আলোচনায় ঠারেঠোরে বার বার তুলে এনেছে নয়াদিল্লি। দীর্ণ যশোরেশ্বরী কালী মন্দিরের সংস্কারের জন্যও বার্তা পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারের বাংলাদেশ সফরের আগেই যশোরেশ্বরী কালীবাড়ির সংস্কার হয়েছে। এদিন সেই মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন তিনি। দেখুন সেই ছবি ও ভিডিও।
Feeling blessed after praying at the Jeshoreshwari Kali Temple. pic.twitter.com/8CzSSXt9PS
— Narendra Modi (@narendramodi) March 27, 2021
Speaking at Orakandi. https://t.co/3ryP7Hucsi
— Narendra Modi (@narendramodi) March 27, 2021