দেশের সময় ওয়েবডেস্কঃ প্রথম দফা ভোটের আগেই বঙ্গ সফরে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তবে প্রথম দফার জঙ্গলমহল কিংবা পশ্চিম মেদিনীপুর নয়, মঙ্গলবার নির্বাচন কমিশনের আধিকারিকরা পৌঁছলেন উত্তরবঙ্গে। এদিন অসম থেকে সোজা শিলিগুড়িতে এসে পৌঁছন। উত্তরবঙ্গের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তাঁরা।
এদিন সকালে সুনীল আরোরা সহ ছয় জনের একটি প্রতিনিধি দল বাগডোগরা বিমানবন্দরে নামেন৷ সেখান থেকে পৌঁছন শিলিগুড়িতে। সূত্রের খবর, উত্তরবঙ্গের আট জেলার পুলিশ সুপার ও জেলাশাসকদের নিয়ে শিলিগুড়িতে আলোচনায় বসেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। বৈঠকে ছিলেন উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন সহ কমিশনের অন্য আধিকারিকেরাও। সুকনার একটি হোটেলে এই বৈঠক চলে। যেখানে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও পৌঁছন।
জানা গিয়েছে, বুধবার নির্বাচন কমিশনের আধিকারিকেদের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হবে। মূলত নির্বাচন প্রক্রিয়া সহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়গুলি কমিশনের পক্ষ থেকে জানানো হবে। উত্তরবঙ্গের আট জেলার স্পর্শকাতর এলাকাগুলি নিয়েও কমিশন বার্তা দিতে পারে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে প্রতিটি জেলার পুলিশ সুপারদের থেকেও বেশ কিছু রিপোর্ট চেয়েছেন কমিশন কর্তারা।