ধর্না চলবে ৮ তারিখ পর্যন্ত,ঘোষণা মুখ্যমন্ত্রীর,রাজ্য জুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

0
835

দেশের সময়ওয়েব ডেস্কঃ ধর্না চলবে আগামী আট তারিখ পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত।’ সোমবার ধর্নামঞ্চ থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও বলেছেন, ‘ভারত চিরকালই সংস্কৃতি, সভ্যতার প্রতীক। এখানে মানুষ নিজস্ব গণতান্ত্রিক, বাকস্বাধীনতার অধিকার নিয়ে বাঁচে। কেউ ‌বিজেপির বিরোধিতা করলেই তাঁকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দেশের শত্রু বলা হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। এই ধর্না আসলে সত্যাগ্রহ। বিচারব্যবস্থায় হস্তক্ষেপ করা হচ্ছে। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে।আশা করব আইন আইনের পথেই চলবে।’‌ তাঁদের এই পদক্ষেপকে সমর্থন করেছেন দেশের সব বিরোধী নেতৃত্ব বলে জানিয়ে তাঁদের কৃতজ্ঞতা জানান মমতা। মমতার কটাক্ষ, ‘‌বিজেপি ভয় পেয়েছে, এই বুঝি ক্ষমতা চলে যায়। তাই বিরোধীদের শেষ করার অপারেশন শুরু করেছে বিজেপি। এরই বিরুদ্ধে আমাদের সত্যাগ্রহ চলছে, চলবে। আমাদের এই সত্যাগ্রহ কোনও সংগঠনের বিরুদ্ধে নয়, মোদীর অত্যাচারের বিরুদ্ধে।’ধর্নামঞ্চে থাকার কারণে সোমবার কোনও সরকারি ঘোষিত অনুষ্ঠানে যেতে পারেননি। মঞ্চের পাশেই আলাদা জায়গা করে এদিন মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর নেতাজি ইন্ডোরে নির্ধারিত কৃষক আন্দোলনের অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারেন।

Previous articleকেন্দ্র-রাজ্য সমরে রাষ্ট্রপতি শাসনের ভ্রূকুটি, কি পরিস্থিতিতে লাগু হতে পারে জরুরী অবস্থা?
Next articleসংবিধান বাঁচানোর লড়াই এর তৃতীয় দিনের সকালে ধর্না মঞ্চে ইন্দ্রাণী জ্যোতিপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here