হাবরায় এক শিশুর মৃত্যু হল দোলনায় দোল খেতে গিয়ে এলাকায় শোকের ছায়া

0
1078

দেশের সময় ওয়েবডেস্কঃ: দোলনায় চড়ে দোল খেতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে ১১ বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরা থানার দক্ষিণ হাবরার পল্লীমঙ্গল এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।
পরিবার সূত্রে জানাগিয়েছে, মঙ্গলবার বিকেলে নিজের ঘরেই দোলনায় দোল খাচ্ছিল পঞ্চম শ্রেণির ছাত্র সোহন দাস। সেই সময় ঘরে কেউ ছিল না। দোলনায় দোল খেতে খেতে হঠাৎ করেই তার গলায় দোলনার দড়ির ফাঁস লেগে যায় কোন ভাবে। ওই অবস্থায় বেশ খানিকক্ষণ সে ঝুলতে থাকে বলে জানা গিয়েছে।


সোহনের বাবা ধনঞ্জয় দাস পেশায় ব্যাগের দোকানের কর্মচারী। কাজ সেরে বাড়ি ফেরার পরে ছেলেকে ওই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাবরা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তারপরে সোহনের দেহ ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সোহনের মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এভাবে শিশুর মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।

Previous articleফের দলবদল! তৃণমূল ঘুরে এবার শান্তিপুরের ‘কংগ্রেস বিধায়ক’ অরিন্দম ভট্টাচার্য বিজেপি-তে
Next article২৩ জানুয়ারি কী একই মঞ্চে মোদী-মমতা? কৌতূহল তুঙ্গে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here