দেশের সময় ওয়েবডেস্কঃ দীর্ঘদিন দিল্লির ভোটার ছিলেন তিনি। গত দিল্লি বিধানসভা ভোটেও দেখা গিয়েছিল তাঁকে ভোট দিতে। সেই তিনি প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়ের নাম উঠল রাজ্যের ভোটার তালিকায়।
গতকালই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকার ভিত্তিতেই বাংলায় একুশের বিধানসভা ভোট হবে। তাতে দেখা গিয়েছে বীজপুর বিধানসভায় নাম উঠেছে মুকুলবাবুর। মুকুলবাবুর ছেলে শুভ্রাংশু রায় সেখানকার বিধায়ক।
অন্যদিকে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের নামও বাংলার তালিকায় উঠেছে। তাঁর নাম উঠেছে বালিগঞ্জ বিধানসভায়। স্বপনবাবুও দিল্লির ভোটার ছিলেন। দীর্ঘদিন সেখানেই সাংবাদিকতা করতেন স্বপন দাশগুপ্ত। তবে এবার তিনি ভোট দেবেন কলকাতায়।
সংশোধিত তালিকায় পুরুষ ভোটার ৩ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার ৩০৬ এবং মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৫৯ লক্ষ ২৭ হাজার ৮৪, পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ৭৯০ জন।
এ বার চূড়ান্ত তালিকায় দেখা গিয়েছে, বিভিন্ন জেলায় ভোটারের সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। এই ভোটারদের একটা বড়ো অংশ অভিবাসী শ্রমিক। করোনা লকডাউনের জেরে তাঁরা ভিন রাজ্য থেকে নিজের বাসস্থানে ফিরে এসেছেন। এ ছাড়া নতুন ভোটারও রয়েছেন।