স্কুল কিংবা কলেজ পাশ করে ব্রিটেনে পড়তে যাবেন কী ভাবে?জানুন

0
561

দেশের সময়ওয়েবডেস্ক:‌ আর কিন্তু বেশি মাস নেই। বছর পড়লেই এসে পড়বে মাধ্যমিক, তার পর উচ্চমাধ্যমিক। তার পর একে একে স্নাতক, স্নাতোকত্তর। অনেকেরি পরিকল্পনা, স্কুল কিংবা কলেজ পাশ করে ব্রিটেনে পড়তে যাবেন। ইন্টারনেটের মাধ্যমে তথ্য জোগার কঠিন নয়। তবু সব খুটিনাটি কিন্তু জানা যায় না। 

এদিকে করোনা আবহে বাইরে বেরিয়ে যে খোঁজ খবর করবেন, সেই উপায়ও নেই। সমস্যার সমাধানে এসে গেল কলকাতার ব্রিটিশ কাউন্সিল। ব্রিটেনের আন্তর্জাতিক সংগঠন, যারা সেদেশের শিক্ষা, সংস্কৃতির প্রচার এবং প্রচারে নিয়োজিত। প্রতি বছর তারা সেদেশে পড়তে যাওয়ার তথ্য জোগাতে মেলার আয়োজন করে। 

এ বছরও তা হবে, তবে ভার্চুয়ালি। ঘরে বসেই পড়ুয়ারা ব্রিটেনে পড়াশোনার খোঁজ পাবেন। সেই  ভার্চুয়াল মেলায় যোগ দেবে ব্রিটেনের ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান। সরাসরি প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারবেন পড়ুয়ারা। শনিবার, ৫ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৭টা পর্যন্ত চলবে মেলা। যোগ দিতে আগে থেকেই রেজিস্ট্রেশন করতে হবে ক্লিক করুন এখানে-

https://in.registration.study-uk.britishcouncil.org/study-uk-dec-virtual-fair-2020  

Previous articleদেশের সমস্ত জেল, সিবিআই-এনআইএ-ইডির জেরা রুমে থাকবে সিসিটিভি,নির্দেশ দিল শীর্ষ আদালত
Next articleমধ্যরাতেশিয়ালদহে প্রাথমিক চাকরি প্রার্থীদের অবস্থান থেকে তুলল পুলিশ,ফের বড় আন্দোলনের ডাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here