কালীপুজোর পর বাংলায় স্কুল খোলার কথা ভাবা হবে: মুখ্যমন্ত্রী

0
819

দেশের সময় ওয়েবডেস্কঃ কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী নবম-দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিধি মেনে স্কুল খুলে গিয়েছে ২১ সেপ্টেম্বর। কিন্তু বাংলায় আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, অক্টোবরের আগে কোনও ভাবেই রাজ্য সরকার ভাববে না। বুধবার উত্তরকন্যায় তিন জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, কালীপুজোর পর ভাবা হবে কবে থেকে রাজ্যে স্কুল খুলবে।

এদিন কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “এখনও স্কুল খোলার মতো পরিস্থিতি হয়নি। কালীপুজোর আগে ওই ব্যাপারে ভাবব।”

তবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, স্কুল খোলার পর কী কী বিধি মেনে ক্লাস শুরু হবে, শুরুতেই সব ক্লাস চালু হবে নাকি আগে নবম-দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন শুরু হবে এই ব্যাপারে সরকারের মধ্যে আলোচনা চলছে।

অক্টোবরের শুরুতে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের চাল-ডাল বিলির সময়ে মাস্ক দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এদিন মমতা বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে, করোনা আবহে মাস্ক দেওয়া হবে মিড ডে মিলের চাল-আলুর সঙ্গে। সেই প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। অভিভাবকদের স্কুলে এসে তা সংগ্রহ করতে হবে।

দীর্ঘ ৬ মাস ধরে স্কুল বন্ধ। সরকারি থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনা চলছে অনলাইনে। এমনকি পরীক্ষা পর্যন্ত বাড়িতে বসে অনলাইনে দিতে হচ্ছে ছাত্রছাত্রীদের।এমনিতে রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল, ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত ছাত্রছাত্রীদের পরবর্তী ক্লাসে ওঠার ক্ষেত্রে সমস্যা হবে না। কোভিড আবহে উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষাও বাতিল করতে হয়েছিল। এবার কালীপুজোর পর কবে স্কুল খোলে এখন সেটাই দেখার।

Previous articleমানুষ মারা গেলে কোথায় যায়!
Next articleরাষ্ট্রসংঘের ‘বিশেষ মানবিকতার’ পুরস্কার সোনু সুদকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here