দেশের সময় ওয়েবডেস্ক: তৃতীয় দফা লকডাউন শেষ হওয়ার আগেই শুরু হতে পারে রেল চলাচল। আগামী সোমবার ১১ মে বিকেল ৪ টে থেকে অনলাইন টিকিট বুকিং শুরু করবে ভারতীয় রেল। আর ১২ মে থেকে কয়েকটি নির্দিষ্ট রুটে দূরপাল্লার প্যাসেঞ্জার ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলমন্ত্রকের। তবে স্টেশনে এসে নয়, আইআরসিটিসি–র ওয়েবসাইট থেকে কাটা যাবে টিকিট। রবিবার সন্ধ্যায় এমনটা স্পষ্ট জানানো হয়েছে রেলের তরফ থেকে জারি করা বিবৃতিতে।
গত ২৫ মার্চ দেশজুড়ে শুরু হওয়া লকডাউনের জেরে বন্ধ রেল পরিষেবা। একদিকে এতে যেমন বিপুল ক্ষতির সামনে ভারতীয় রেল, তেমনই দেশের বিভিন্ন জায়গায় আটকে পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক থেকে শুরু করে ভিন রাজ্যে চিকিৎসা করাতে যাওয়া রোগীরা। ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে পৌঁছতে একাধিক ট্রেন চালানো হয়েছে। কিন্তু তা যে যথেষ্ট নয়, সেটা বুঝতে পেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। রেলমন্ত্রক তরফে খবর, সোমবার বিকেল ৪ টে থেকে অনলাইন টিকিট বুকিং শুরু হবে। আর পরের দিন অর্থাৎ ১২ মে থেকে ধাপে ধাপে শুরু করা হবে রেল পরিষেবা। প্রথম দিকে ১৫টি স্পেশাল ট্রেন চালানো হবে। দিল্লি থেকে অসম, বাংলা, বিহার, ছত্তিশগড়, গুজরাট, জম্মু, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরল, মহারাষ্ট্র, ওডিশা, তামিলনাড়ু, তেলঙ্গনা এবং ত্রিপুরার বড় শহরগুলোতে চালানো হবে ট্রেন।
তবে থাকছে একাধিক বিধিনিষেধ। কেবলমাত্র যাঁদের বুকিং কনফার্ম তাঁরাই স্টেশনে প্রবেশ করতে পারবেন। মেনে চলতে হবে সামাজিক দূরত্বের নিয়ম। স্বাস্থ্যপরীক্ষা, মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার–এই সমস্ত কিছুই প্রত্যেক যাত্রীর জন্য বাধ্যতামূলক।