আমায় ২৪ ঘণ্টাই পাবেন‌’, ‌ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রীদের আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

0
1228

মাস্ক পরে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী।ছবি- টুইটার থেকে নেওয়া।

দেশের সময় ওয়েবডেস্কঃ এন৯৫ মাস্ক নয়। শনিবার সকাল ১১টা নাগাদ ভিডিও কনফারেন্সিং–এর মাধ্যমে হওয়া প্রধানমন্ত্রী–মুখ্যমন্ত্রীদের বৈঠকে মোদি, মমতা, উদ্ধব ঠাকরে, কেজরিওয়াল, সবাইকেই দেখা গেল ঘরে তৈরি মাস্ক পরেই বৈঠক করতে।

প্রধানমন্ত্রী সব মুখ্যমন্ত্রীদেরই আশ্বস্ত করেন এই বলে যে, ‘‌আমায় ২৪ ঘণ্টা, অষ্টপ্রহরই প্রস্তুত পাবেন। যে কোনও মুখ্যমন্ত্রী কোভিড–১৯ নিয়ে আমায় যে কোনও সময়ে যা কিছু জিজ্ঞেস করতে পারেন বা পরামর্শ দিতে পারেন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলব।’‌

প্রধানমন্ত্রী সব মুখ্যমন্ত্রীদের কাছে জানতে চান, তিন সপ্তাহের লকডাউন মঙ্গলবার তোলা সম্ভব কিনা। বেশিরভাগ রাজ্যের মুখ্যমন্ত্রীরাই লকডাউন বাড়ানোর পক্ষেই মত দিয়েছেন। যদিও ওডিশা এবং পাঞ্জাব অবশ্য আগেই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিয়েছে। বৈঠকের আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দেশের সাম্প্রতিক কোভিড–১৯ পরিস্থিতি নিয়ে একটা প্রেজেনটেশন দেয়।

গত ২৪ ঘণ্টায় ৪০জনের মৃত্যু হওয়ায় কোভিড–১৯–এ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৯জন। গত ২৪ ঘণ্টায় ১০৩৫জনের শরীরে কোভিড–১৯ পজিটিভ ধরা পড়েছে। ফলে এপর্যন্ত দেশে মোট আক্রান্ত ৭৪৪৭জন। তাঁদের মধ্যে আক্রান্ত ৬৫৬৫জন। সুস্থ হয়েছেন ৬৪৩জন।

Previous articleকরোনার মধ্যেও সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার অপেক্ষায় বহু – অনুপ্রবেশ রুখতে বিএসএফ-কে কড়া নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
Next articleস্মৃতির সরণীতে…নিত্যানন্দ স্যার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here