দেশেরসময় ওয়েবডেস্ক:: আর পাঁচটা গ্রামীণ মেলার সাথে তেমন পার্থক্য নেই গোপালনগরের পঁচিশ বছরের বিভূতি মেলার।ভেলপুরি, চাটমশলা,রোল,চাউমিন, জিলিপি,তেলেভাজা,পান, হরেকরকমের খাবার দোকান আছে।আছে নাগরদোলা,ট্রয়ট্রেন।খেলনা,গয়না,কাপ-প্লেট,ঝুড়ি-ধামা সবই মিলছে।হস্তশিল্প,কৃষিশিল্প প্রদর্শনীর স্টল,রাজ্য সরকারের স্টলও আছে।এর মাঝে দুটো বইয়ের স্টল টিমটিম করছে, ক্রেতা কই! মেলাতেও তেমন ভীড় নেই।অস্থায়ী মঞ্চে নৃত্যানুষ্ঠান চলছে।ঘোষণা হচ্ছে কলকাতা থেকে বিখ্যাত সঙ্গীত শিল্পী এসে গেছেন।সেই টানে কিছু দর্শক মাঠে আসছেন।বিভূতি মেলায় বিভূতিভূষণকে খুঁজে পাওয়া গেল আলোক সজ্জিত তাঁর আবক্ষ মূর্তিতে,চিত্র প্রদর্শনী আর গুটিকয়েক ফ্লেক্সের ছবিতে। মাঠের কোণের একটি দোকানে গরম চায়ে চুমুক দিতে দিতে কয়েক জন বললেন শীতের দাপটে সন্ধ্যার আগেই মেলা প্রাঙ্গন ছেড়ে ঘরের পানে ছুটেছে বিভূতিগ্রামের মানুষ৷