এক মুহূর্তে আপনার গোপন তথ্য চলে যেতে পারে কেন্দ্রের হাতে, নতুন নির্দেশিকা জারি হতে চলেছে

0
394

দেশের সময় ওয়েবডেস্কঃ এক মুহূর্তে আপনার যাবতীয় তথ্য কেন্দ্র সরকারের কাছে চলে যেতে পারে। এমনই আশঙ্কা তৈরি হয়েছে। অন্তত ৪০ কোটি ভারতীয় ফেসবুক, টুইটার, ইউটিউব কিংবা টিকটকে অভ্যস্ত। তাঁদের গোপনীয় তথ্যই এবার চলে যেতে পারে কেন্দ্রের হাতে। কেন্দ্রের নতুন নিয়মের ফলেই এই আশঙ্কা তৈরি হয়েছে। সম্ভবত চলতি মাসের শেষেই কেন্দ্রের তরফে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির জন্য নতুন নির্দেশিকা প্রকাশ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর, শিশু পর্নোগ্রাফি, বর্ণবিদ্বেষী আচরণ, সন্ত্রাসমূলক পোস্ট দিনদিন বাড়ছে। যার ফলে গোটা দেশেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ভারতও তার ব্যতিক্রম নয়। তাই কেন্দ্র চাইছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের যাবতীয় তথ্য নিজেদের কাছে রাখতে।

২০১৮ সালের ডিসেম্বর থেকেই এই নির্দেশ কার্যকর করতে চাইছে কেন্দ্র। কিন্তু নানা জটিলতায় তা করা সম্ভব হয়নি। এবার কেন্দ্র কোমড় বেঁধে নেমেছে। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি দপ্তর চলতি মাসের শেষেই নতুন নির্দেশিকা জারি করতে চলেছে।

সেখানে এই নিয়মে কী কী পরিবর্তন করা হবে তা এখনও জানা যায়নি। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি দপ্তরের মিডিয়া ম্যানেজার এন এন কল বলেছেন, ‘‌সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির জন্য নতুন নিয়ম তৈরি করা হচ্ছে। নতুন কোনও নির্দেশাবলী থাকবে কিনা তা বলা সম্ভব নয় এখনই।’‌

Previous articleভয়াবহ পরিস্থিতি!‌ করোনা ভাইরাসে একদিনে মৃত ২৪২,এরই মধ্যে চিনের ‘জিনিয়াস স্টার’জাহাজ ঢুকছে কলকাতা বন্দরে
Next articleবেলজিয়ান ম্যালিনয়েস আসতে পারে কলকাতা পুলিশের ডগ-স্কোয়াডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here