দেশের সময় ওয়েবডেস্কঃ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার দুপুরে এনআরসি এবং সিএএর বিরুদ্ধে বিশাল প্রতিবাদ মিছিল বের করা হল বনগাঁ শহরে। মিছিলে অংশ নেন তৃণমূল সাংসদ মালা রায়, বিধায়ক তথা মুখ্য সচেতক নির্মল ঘোষ, বিধায়ক সুরজিত বিশ্বাস, বনগাঁ পুরসভার প্রধান শঙ্কর আঢ্য, প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ, গোবরডাঙ্গার তৃণমূল নেতা রাজিব দত্ত, বনগাঁ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সৌমেন দত্ত, ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ সহ একাধিক নেতা, নেত্রী।
দলের দাবি এদিনের মিছিলে প্রায় কুড়ি হাজার তৃণমূল কর্মী, সমর্থক হাজির ছিলেন। রবিবারই হাবরায় দাঁড়িয়ে এক জনসভায় তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ঘোষণা করেছিলেন আজ থেকে জেলার পাঁচটি মহকুমাতেই এনআরসি এবং সিএএর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল আন্দোলন শুরু হবে।
সেখানে উপস্থিত থাকবেন দলের সাংসদ, বিধায়কেরা। সেই অনুযায়ী এদিন বনগাঁয় মিছিল হল। এদিন নীলদর্পণের সামনে থেকে মিছিল বের হয়ে যায় ব্রিজ, রাখালদাস সেতু, যশোর রোড, স্টেশন রোড হয়ে বনগাঁ স্টেশনের নেতাজি মূর্তির পাদদেশে মিছিল শেষ হয়। মিছিল দেখতে রাস্তার দু’ধারে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ। নীচে রইল ছবি- দেশের সময়: