রামলীলা ময়দান অতিক্রম করে তখন মিছিলের গন্তব্য সংসদ ভবন

0
910

দেশের সময় ওয়েবডেস্ক:বিগত বছর দেশের সমস্ত কৃষক সংগঠনের উপস্হিতিতে গঠিত হয় অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কোর্ডিনেশন কমিটি। তৎকালীন সংগঠনের মূল দাবী ছিলো ফসলের সঠিক মূল্য আদায় ও কৃষিঋন মুকুব। আর সেই আন্দোলনে এবার নতুন সংযোজন “সংসদে বিশেষ অধিবেশন”। আর সেই দাবীতে দুই দিন ব্যাপী আন্দোলনে পথে নামলো ২০০টি কৃষক সংগঠন। গতকাল থেকে যাদের মিছিলে কার্যত স্তব্ধ রাজধানীর রাজপথ। আন্দোলনকারীদের মূল দাবী, “স্বাধীন ভারতের ৭০বছর অতিক্রান্ত হলেও কৃষকদের জন্য কোন আইন তৈরি হয়নি”। “দুটি বিল সংসদে পেশ হলেও তা এখনও কার্যকর করেনি সরকার, অবিলম্বে তা পাশ করাতে হবে”। এদিন আনন্দ বিহার রেল স্টেশন থেকে শুরু হয় আন্দোলনকারী কৃষক সংগঠনের মিছিল। যা বিজবাসন, দ্বারকা ও রামলীলা ময়দান অতিক্রম করে এগিয়ে চলে সংসদ ভবনের দিকে। চলতি বছরে এনিয়ে তিনবার দিল্লির রাজপথে আছড়ে পরলো কৃষক আন্দোলনের ঢেউ।

Previous articleপাকিস্তানের বদলে শ্রীলঙ্কায় নিজেদের সমস্ত ম্যাচ খেলবে ভারত, জানতে পড়ুন
Next articleপরাজয় নিশ্চিত বুঝেও প্রার্থী ঘোষণা করলো বিজেপি, রাজ্য রাজনীতিতে শুরু নতুন জল্পনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here