দেশের সময়, বনগাঁ: দু বছর ধরে পোশাকের জন্য সরকারি অনুদানের টাকা না পেয়ে স্কুলের গেটে বিক্ষোভ দেখালেন স্কুলের ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকরা। শুক্রবার সকাল ১১ টা নাগাদ গাইঘাটা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এদিন প্লাকার্ড হাতে মিছিল করে স্কুলের গেটে এসে জড়ো হয় ছাত্রছাত্রীরা।
পোশাকের জন্য অনুদানের টাকা দাবি করতে থাকেন। অভিভাবকদের অভিযোগ স্কুল ফান্ডে ২লক্ষ ৬০ হাজার টাকা দু বছর ধরে পড়ে থাকা সত্ত্বেও পরিচালন সমিতির অন্তর্দ্বন্দ্বের কারণে সেই টাকা উন্নয়নের কাজে ব্যবহৃত হচ্ছে না। শুরু হয়নি ল্যাবরেটরির কাজ। সময়মতো ইউসি জমা না পরায় এবছর পোষাকের জন্য কোনও অর্থ বরাদ্দ করে নি সরকার।
ফলে গত দু’বছর ধরে পোশাকের জন্য সরকারি অনুদানের অর্থ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে স্কুলের ছাত্র ছাত্রীরা। দ্রুত তাদের এই ব্যবস্থা করতে হবে এই দাবি নিয়ে আজ স্কুল গেটের সামনে অভিভাবক ও ছাত্র ছাত্রীদের ঘন্টাখানিক বিক্ষোভ দেখান।
পরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলক বিশ্বাস অতি দ্রুত এই সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়।